promotional_ad

সাকিবদের স্পিনে বাড়তি চ্যালেঞ্জ দেখছেন লাথাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল

২৭ মার্চ ২৫
বদলি অধিনায়কেরও বদলি বেছে নিতে হলো নিউজিল্যান্ডকে, ফাইল ফটো

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ দাপট দেখিয়েছিল স্পিনাররা। অস্ট্রেলিয়ার স্পিনাররা সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও সাকিব আল হাসান-শেখ মেহেদি কিংবা নাসুম আহমেদরা ছিলেন দুর্দান্ত। স্লো এবং টার্নিং উইকেট বরাবরই সুবিধা পেতে থাকে স্পিনাররা।


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট খানিকটা স্পিন বান্ধব হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষেও তুরুপের তাস হতে পারেন বাংলাদেশের স্পিনাররা। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম জানিয়েছেন, বাংলাদেশের স্পিনাররা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।


promotional_ad

এ প্রসঙ্গে লাথাম বলেন, ‘আমাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, পরিকল্পনায় ঠিক থাকতে হবে, দলের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। পরিস্থিতি যাই হোক সেরাটা দিতে হবে। আমরা জানি স্পিন বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তাদের স্পিনাররা এই কন্ডিশনে কত বেশি কার্যকরী তা জানি। তাদের অনেক অভিজ্ঞতা আছে।’


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঘরে বসে প্রতিবেশি দেশের অসহায় আত্মসমর্পণ দেখেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। স্পিনারদের নিয়ে বাড়তি সতর্ক থাকলেও টাইগার ব্যাটসম্যানদেরও প্রশংসা করেছেন লাথাম।


মুশফিকুর রহিম-লিটন দাসদের প্রশংসা করতে গিয়ে লাথাম জানিয়েছেন, বাংলাদেশের বেশ কিছু ব্যাটসম্যান রয়েছে যারা কিনা ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেন। এ ছাড়া কিউই অধিনায়কের দাবি, বাংলাদেশের সব বিভাগই তাঁদের জন্য হুমকি হতে পারে।


লাথাম বলেন, ‘তাদের দলটির সব বিভাগেই হুমকি আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কী দারুণ খেলেছে আমরা দেখেছি। দলে দুর্দান্ত কয়েকজন স্পিনার আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের স্পিনারদের সামনে আমাদের ব্যাটিং চ্যালেঞ্জে পড়বে। তাদের নির্ভীক কিছু ব্যাটসম্যান আছে, যারা ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball