promotional_ad

মিরপুরের অভিজ্ঞতা নয়, আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সাইফউদ্দিন

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মন্থির গতির উইকেটে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ফলে অনেকেই ধারণা করছেন এই ধরণের উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেয়াটা ঠিক হবে না। কেননা সংযুক্ত আরব আমিরাত কিংবা দুবাইয়ের উইকেটগুলো হবে স্পোর্টিং।


যেখানে ব্যাটসম্যান এবং বোলার উভয়ের জন্যই থাকবে সমান সুযোগ-সুবিধা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যদি কিউইদের সিরিজ হারিয়ে কিংবা হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে উড়াল দিতে পারে তাহলে পূর্ণ আত্মবিশ্বাস থাকবে দলের।


promotional_ad

যা বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে সহায়তা করবে। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মো: সাইফউদ্দিনও সেই তত্ব মানছেন। তিনি মনে করছেন মিরপুরের উইকেটে বিশ্বকাপের প্রস্তুতি কাজে আসবে না তাদের, সাহায্য করবে এখানকার সিরিজ জয়ের আত্মবিশ্বাস।


তিনি বলেন, 'আমাদের যারা পেস ইউনিটে আছি বা স্পিন বোলার যারা আছি তারা সবাই ভালো করছে। আর মিরপুরে তো আমাদের জন্য বাড়তি সুবিধা থাকে। তো সামনে আমাদের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ আছে এবং দুবাইতে খেলা হবে তখন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।'


তিনি আরো বলেন, 'ইনশাআল্লাহ এখান থেকে যদি আমরা আত্মবিশ্বাসটা নিয়ে যেতে পারি, হয়তবা এখানকার অভিজ্ঞতাটা খুব একটা কাজে আসবে না কিন্তু আত্মবিশ্বাসটা যদি নিয়ে যেতে পারি..যেহেতু আমরা প্রস্তুতির সুযোগ পাব ওখানে।'


তিনি সবশেষে আরো যোগ করে বলেন, 'তো আমরা যতটা নিজেদের মানিয়ে নিতে পারব সেখানে ততটাই ভাল হবে। আর আমরা বোলাররা অনেক বেশি কেপাবল, আমরা অনেক কন্ডিশনেই ম্যাচ খেলেছি তো মানিয়ে নিতে পারব আমি মনে করি।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball