promotional_ad

নিজেদের পাতা ফাঁদেই পা হড়কালো বাংলাদেশ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১১ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

স্পিনিং উইকেট বানিয়ে নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ জিতে সেই পরিকল্পনার বাস্তবায়নও ঘটিয়েছিল টাইগাররা। কিন্তু সিরিজ নিশ্চিত করতে নেমে সেই স্পিন ফাঁদেই নিজের উইকেট বিসর্জন দিয়ে আসলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।


কিউই দুই স্পিনার এজাজ প্যাটেল এবং কোল ম্যাককনকির ঘুর্ণিই সামলাতে পারেনি তারা। এই দুই স্পিনার মিলে শিকার করেছেন বাংলাদেশের ৭ উইকেট। ১২৯ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে বাংলাদেশ অলআউট মাত্র ৭৬ রানেই। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গী ৫২ রানের হার।


অথচ টসে জিতে ব্যাট করতে নামা কিউই ব্যাটসম্যানদের কোন ধরণের চাপেই ফেলতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান করা নিউজিল্যান্ডের হারান ৫ উইকেটের ৩টিই নিয়েছেন বাংলাদেশের দুই পেসার।


১২৯ রানের লক্ষ্য খেলতে নেমে সর্বপ্রথম বাংলাদেশ শিবিরে আঘাত হানেন কোল ম্যাককনকি। ১১ বলে ১৫ রান করার পর এই স্পিনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন দাস। এরপর খেলতে নেমে ৪ বলের বেশি টিকতে পারেননি শেখ মেহেদী।


promotional_ad

৪ বলে ১ রান করে প্যাটেলের বলে ফেরেন তিনি। ৪ নম্বরে নেমে সাকিব আল হাসানও আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। প্যাটেলের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন তিনিও। এরপর নাইম শেখ, মুশফিককে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

যদিও এই বাঁহাতি ব্যাটসম্যান ১৯ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। দ্রুত ৪ উইকেট যাবার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। কিন্তু তিনিও মুশফিককে সঙ্গ দিতে পারেননি। ৭ বলে ৩ রান করে প্যাটেলের বল খেলতে গিয়ে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দেন।


পরের বলেই খেলতে আসেন আফিফ। তিনি প্যাটেলের বলে আক্রমণাত্বক খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগে তার। যদিও তা হতে দেননি নুরুল হাসান। পরে অবশ্য নরুল ১১ বলে ৮ রান করে ফিরে যান।


একই বলে একই রান করে ফিরে যান মোঃ সাইফউদ্দিনও। এরপর নাসুম এবং মুস্তাফিজ ফিরে গেলে জয়ের সিরিজ জয়ের স্বপ্ন আরো দীর্ঘায়িত হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত অবশ্য ৩৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মুশফিক। প্যাটেল ৪টি ও ম্যাককনকি ৩ টি উইকেট শিকার করেন।


সংক্ষিপ্ত স্কোর:


নিউজিল্যান্ড: ১২৮/৫ (২০ ওভার) (নিকোলস ৩৬*, ব্লান্ডেল ২৯*; সাইফউদ্দিন ২/২৮)


বাংলাদেশ: ৭৬/১০ (১৯.৪ ওভার) ( মুশফিক ২০*, লিটন ১৫; প্যাটেল ৪/১৬)


ফল: নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball