সিরিজ জিতলেও টি-টোয়েন্টির মতো পারফরম্যান্স করেনি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের ২৭ রানের হার দিয়ে শেষ হলো দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। চতুর্থ ম্যাচে জয়ের মাধ্যমে ৫ ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছিল টাইগাররা। শেষ ম্যাচ আর তৃতীয় ম্যাচ মিলে এই সিরিজে বাংলাদেশ হেরেছে দুটি ম্যাচে। ৩-২ এ সিরিজ জিতলেও এই সিরিজে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল না ঠিক টি-টোয়েন্টির মতো। বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশ সিরিজ। আত্মবিশ্বাসের সঙ্গে এই সিরিজে সুযোগ ছিল বিশ্বমঞ্চের প্রস্তুতি সারার।
অথচ এই ৫ ম্যাচে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ১৪১ রান। কারো ব্যাট থেকেই আসেনি ৫০ রানের ইনিংস। সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। ওরকম কোন বিদ্ধংসী ব্যাটিংও দেখা যায়নি কোন ব্যাটসম্যানের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তাই জানালেন সিরিজ জিতলেও টি-টোয়েন্টির মতো পারফরম্যান্স করেনি বাংলাদেশ।
তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে যে প্রথম সিরিজ জিতলাম আমরা কোনো ফরম্যাটে। এমনকি নিউজিল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টিতে সিরিজ জিতলাম। তো এই জিনিসগুলো আমাদের জন্য অর্জন। এখন পারফরম্যান্সে যদি আপনি আসেন, তাহলে আমি বলবো যে টি-টোয়েন্টিতে যেমন পারফরম্যান্স দরকার, আমরা সেরকম পারফরম্যান্স দেখিনি।'

তিনি আরো বলেন, 'এটাতে কোনো সন্দেহ নেই। অনেকে বলতে পারে যে, বেটার ব্যাটিং কন্ডিশন যদি হয়, পিচ যদি ভালো হয়, তাহলে ওরা ভালো করবে। আমরা আশা করতে পারি হয়তো ভালো হতে পারে। তবে কী প্লেয়ারদের ভালো করতে হবে। বিশেষ করে প্রথম চারজন। পরে যারা আছে, তারা আপনাকে ম্যাচটা জেতানোর জন্য সাহায্য করতে পারে। আপনাকে তো পাঁচজন নিয়ে খেলতেই হবে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেললো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু করে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়। বিশ্বকাপের আগে দলটিকে এই তিনটি সিরিজ জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে। পাপনের কথায়ও সেটির ইঙ্গিত মিললো।
পাপন এ প্রসঙ্গে আরো বলেন, 'আপনি যদি দেখেন, আমরা তো প্রথম ৬ ওভারের এডভান্টেজটাই পাচ্ছি না। আমাদের এখানে জেতাটা একটা দরকার ছিল, আত্মবিশ্বাস নিয়ে। কারণ যে অবস্থায় ছিলাম, সে অবস্থায় গেলে আমার ধারণা আরও খারাপ হতো। সেদিক দিয়ে যেহেতু পরপর তিনটা সিরিজ জিতলাম, এটা প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডআপ করবে। তাই আমি বলবো এ সিরিজগুলো গুরুত্বপূর্ণ ছিলো।'