promotional_ad

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

১৭ মার্চ ২৫
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজ স্থগিত করেছে নিউজিল্যান্ড। ই-মেইল বার্তায় তাঁদেরকে হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তবে নির্দিষ্ট কোনো ব্যাখা দিতে পারেনি তারা। তাই এই ইস্যুতে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন ইনজামাম উল হক।

১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু রাওয়াল পিন্ডিতে টসের ঠিক আগ মুহূর্তে পরিচয় গোপন করে ই-মেইল বার্তায় এই সিরিজ নিয়ে হুমকি দেওয়া হয় এনজেডসিকে। এরপর পুরো সিরিজ স্থগিত করেছে তাঁরা। কিউইদের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইনজামাম।

তাঁদের অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করে ইনজামাম বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। যদি নিউজিল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তারা সামনে আনছে না কেন? পিসিবি কাছে না দেখালেও অন্তত আইসিসির কাছে তারা দেখাতে পারে। যেখানে আমাদের প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘যদি নিউজিল্যান্ড তাদের সমস্যা নিয়ে পাকিস্তান কতৃপক্ষে সঙ্গে কথা বলত, তাহলে নিরাপত্তা সংস্থাগুলো অবশ্যই ব্যাপারটা দেখত। কিন্তু ম্যাচের ঠিক আগে তারা বলেছিল, কিছু হুমকির কারণে তারা খেলতে পারবে না। অন্তত আমাদের জানান আপনার সমস্যা কি? আমি এটা হজম করতে পারছি না।’


promotional_ad

ইনজামামের দাবি, কিউইরা পাকিস্তানের সঙ্গে যা করেছে তা নজিরবিহীন। তিনি মনে করেন পাকিস্তান তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল। তাঁর মতে, কিউইদের নিরাপত্তায় ঘাটতি হলে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাতে পারতো।

ইনজামাম বলেন, ‘নিউজ্জিল্যান্ড পাকিস্তানে যা করেছে তা আর কেউ করেনি। তারা আমাদের অতিথি ছিল, কোন সমস্যার মুখোমুখি হলে তারা পিসিবিকে জানাতে পারত। পাকিস্তান তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলা হওয়ার পর থেকে সফরকারী দলকে রাষ্ট্রপতি সমমর্যাদার নিরাপত্তা দেওয়া হয়।


আরো পড়ুন

লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান

১ ঘন্টা আগে
পাকিস্তান অধিনায়ক আঘা সালমান


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball