promotional_ad

আগামী বছর ফের পাকিস্তান যেতে চায় নিউজিল্যান্ড

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিরাপত্তার জনিত কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলেই দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। এই সিরিজটির ভবিষ্যতে কি হয় এ নিয়ে বেশ দ্বিধায় ছিলেন দুই দেশের ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান হোয়াইট জানিয়েছেন, আগামী বছর এই সিরিজটি পুনরায় আয়োজনের জন্য পিসিবির সঙ্গে আলোচনা করছেন তারা।


প্রায় ১৮ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই এই এই সিরিজ নিয়ে বাড়তি আগ্রহ ছিল বড় বড় স্পন্সর প্রতিষ্ঠানগুলোর। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি না হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজিটিও শঙ্কায় পড়েছে।


ফলে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে পিসিবি। তাই এই সিরিজটি পুনরায় আয়োজনের জন্য পিসিবির সঙ্গে সবরকমের আলোচনা চালিয়ে যাচ্ছে এনজেডসি। যেখানে ৫টি টেস্ট এবং ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।


promotional_ad

হোয়াইট বলেন, 'আমরা আশা করছি আমরা একটি ফাঁকা সময় পাবো। আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারীতে তাদের (পাকিস্তান) সঙ্গে খেলার আশা করছি আমরা। যেখানে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট এবং কয়েকটি ওয়ানডে খেলব।'


তিনি আরো বলেন, 'পিসিবি অসাধারণ ছিল, খুবই পেশাদার তারা। আমরা তাদের সঙ্গে আমাদের দায়িত্ব পালনের জন্য আগামী সপ্তাহ ও মাসগুলিতে তাদের সঙ্গে কাজ করব, আমাদের তাদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি -টোয়েন্টি খেলতে হবে।'


রাত ৩টায় নিউজিল্যান্ডের নিরাপত্তা কর্মীর কাছ থেকেই হুমকীর খবরটি জানতে পারেন হোয়াইট। যে কারণে তাদের সিরিজ না খেলেই দেশে ফিরে আসা ছাড়া উপায় ছিল না। এই পুরো বিষয়টিকে পাকিস্তানের জন্য খুবই হতাশাজনক বলে মানছেন তিনি।


এ প্রসঙ্গে হোয়াইট বলেন, 'এটা পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যিই হতাশাজনক, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সফর ছেড়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প ছিল না। আমি পাকিস্তানে আমাদের নিরাপত্তা ব্যক্তির সাথে যোগাযোগ করেছিলাম, যা রাত ৩টায় ছিল।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball