promotional_ad

নিউজিল্যান্ডকে হুমকি দিয়ে ইংল্যান্ডকে চিঠি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১৭ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

কয়েকদিন আগেই পাকিস্তান সফরে যাওয়ার পর ই-মেইলে হুমকি পেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এর এক সপ্তাহ না পেরোতেই আবারও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। যার কারণে ইংল্যান্ডে অবস্থান করা কিউই নারী দলের নিরাপত্তা বাড়িয়েছে ইসিবি।


তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত আগস্টের শেষের দিকে ইংল্যান্ড সফরে যায় নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। আর ২১ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে একটি ই-মেইল পেয়েছে ইসিবি।


promotional_ad

এই ই-মেইলেই হুমকি দেয়া হয়েছে। তবে এখানে নির্দিষ্ট করে কিউই নারী দলের ব্যাপারে কিছু বলা হয়নি। ইসিবি পুরো বিষয়টাকে গুরুত্বসহকারে নিয়েছে এবং বিষয়টি তদন্ত করছে। যদিও ইসিবিরর গভর্নিং বডি থেকে জানানো হয়েছে বিষয়টি তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।


ইসিবির গভর্নিং বডি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে ইসিবির কাছে একটি ই-মেইল এসেছে। যদিও এখানে নির্দিষ্ট করে কিউই নারী দলের ব্যাপারে কিছু বলা হয়নি। এটাকে গুরুত্বসহকারে নিয়ে তদন্ত করা হয়েছে, তবে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।’


সিরিজের তৃতীয় ওয়ানডেতে লিচেস্টারে মাঠে নামবে দুই দল। এই ম্যাচ খেলতে এরই মধ্যে ভেন্যুতে পৌঁছে গেছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা। তাই শহরটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে ইসিবির গর্ভনিং বডি থেকে।


কিউই নারী দলের নিরাপত্তা প্রসঙ্গে ইসিবির গভর্নিং বডি আরও জানিয়েছে, ‘নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ইতোমধ্যেই লিচেস্টার এসে পৌছেছে এবং সতর্কতা হিসেবে তাদের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball