রমিজের সবুজ সংকেতের অপেক্ষায় সাকলাইন!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও এমনটাই হতে যাচ্ছে বলে জোর দাবি জানাচ্ছে পাকিস্তানের বিশ্বস্ত গণমাধ্যমগুলো।
দেশটির কিংবদন্তি স্পিনার বর্তমানে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে আন্তর্জাতিক খেলোয়াড়দের ডেভেলপমেন্টের হেড হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, দ্রুতই দলটির কোচ হিসেবে সাকলাইনের নাম জানানো হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনিযুক্ত সভাপতি রমিজ রাজার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের আগেই দায়িত্ব বুঝে নেয়ার কথা ছিল সাকলাইনের।
লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান
১ ঘন্টা আগে
কিন্তু নিউজিল্যান্ড দল দেশে ফিরে যাওয়ায় শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয় এবং এ কারণে দায়িত্ব বুঝে পেতে বিলম্ব হচ্ছে সাকলাইনের। এর আগে বেশ কয়েকটি দেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করলেও হেড কোচ হিসেবে কখনোই দেখা যায়নি সাকলাইনকে।
কিছুদিন আগে পাকিস্তানের হেড কোচের পদ থেকে মিসবাহ উল হক ও বোলিং কোচের পদ থেকে ওয়াকার ইউনিস পদত্যাগ করেন। এরপর ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক ও ভারনন ফিল্যান্ডারকে বোলিং পরামর্শকের দায়িত্ব দেয় পিসিবি।
এদিকে পিসিবির সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ইউনিস খান। এমন সংবাদও প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। রমিজের সঙ্গে খুব দ্রুতই সভায় বসবেন ইউনিস।