promotional_ad

শেষ ওভারের রোমাঞ্চে হারল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততে শেষ ওভারে বাংলাদেশের যুবাদের প্রয়োজন ছিল ৮ রান। সেই ওভারের প্রথম বলে আশিকুর জামান চার মারলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি টাইগার যুবাদের। তৃতীয় বলে রিপন মন্ডল রান আউট হলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।


জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫৭ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে ৩৬ রান করা ইফতেখার সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। 


থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি তাহজিবুল ইসলাম। এই উইকেটরক্ষক ব্যাটার আউট হয়েছেন ৪২ বলে ১৭ রান করে। বড় ইনিংস খেলতে পারেননি আইচ মোল্লাহও। ডানহাতি এই ব্যাটার ২ রান করে সাজঘরে ফিরলেও অধিনায়ক মেহেরাব করেছেন ৩৩ রান। এদিকে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মফিজুল আউট হয়েছেন ৭৫ রানে।


promotional_ad

শেষ দিকে আরিফুল ২৩ রানের ইনিংস খেললেও বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। তাতে প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হারতে হলো বাংলাদেশের যুবাদের। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মাথিশা পাথিরানা ও দুনিথ ওয়াল্লেগালে।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করে শ্রীলঙ্কার যুবারা। স্বাগতিকদের হয়ে সাদেশ জয়াবর্ধনে ৫৮, পবন পাথিরাজা ৫১ এবং শেভন ড্যানিয়েল করেছেন ৩৪ রান। বাংলাদেশের হয়ে রিপন তিনটি এবং আশিকুর নিয়েছেন দুটি উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা- ২২৮/৮ (ওভার ৫০) (জয়াবর্ধনে ৫৮, পাথিরাজা ৪১, ড্যানিয়েল ৩৪, রিপন ৩/৪৯)


বাংলাদেশ: ২২৭/১০ (ওভার ৪৯.৩) (মফিজুল ৭৫, ইফতেখার ৩৬, মেহেরাব ৩৩, পাথিরানা ৩/২৬, দুনিথ ৩/৩০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball