promotional_ad

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

পুরোনো কনুইয়ের চোট যেন পিছুই ছাড়ছে না কেন উইলিয়ামসনের। ইনজুরির কারণে চলতি বছর বেশ কয়েকবারই বিশ্রামে থাকতে হয়েছে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পরও বিশ্রামে ছিলেন তিনি। আইপিএলে খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলা নিয়ে শঙ্কা রয়েছে উইলিয়ামসনের। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেলে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছিলেন উইলিয়ামসন।


promotional_ad

এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করলেও ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। কারণ পুরোনো সেই কনুইয়ের চোট দেখা দেওয়ায় তাঁকে নিয়ে ঝুকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বর্তমানে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর উইলিয়ামসনের চোট প্রসঙ্গে স্টেড জানান, ‘সতর্কতামূলক পদক্ষেপের কারণেই উইলিয়ামসনকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি।’ অধিনায়ককে বিশ্বকাপের সব ম্যাচে যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন আশঙ্কা সব সময়ই আছে।’


ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং না করলেও তাঁর চোট গুরুত্বর নয়। কয়েকদিনের বিশ্রামে তিনি ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠবেন এমনটাই আশা করছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ।


বিশ্বকাপের প্রথম থেকেই উইলিয়ামসনকে পাওয়া নিয়ে আশাবাদী স্টেড বলেন, ‘তাকে নিয়ে আমরা এখনও আশাবাদী ও আত্মবিশ্বাসী। সঠিকভাবে বিশ্রাম নিতে পারলে, সে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball