promotional_ad

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

প্রাথমিক পর্বের বাঁধা পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। শাহজাহর উইকেট স্পিনবান্ধব হওয়ায় বাংলাদেশের বিপক্ষে স্পিন আক্রমণের দিকে বাড়তি নজর রাখছেন দাসুন শানাকা।


শাহজাহর উইকেটে পেসারদের চেয়ে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচগুলোতে সেই চিত্র অনেকটাই ফুটে উঠেছে। টাইগারদের বিপক্ষে ম্যাচটিতে সেই সুবিধা কাজে লাগাতে চাইছেন লঙ্কান অধিনায়ক।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দাসুন শানাকা বলেন, ‘এই ম্যাচে ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ম্যাচকে নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি।’


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

তাছাড়া লম্বা ব্যাটিং লাইনআপ থাকায় বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন শানাকা। তিনি বলেন, ‘তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। মুস্তাফিজ, সাকিব, মাহমুদউল্লাহ। তারা ভালো দল। আগামীকাল ভালো একটি ম্যাচ হবে এমনটা প্রত্যাশা করছি।’


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার স্পিন আক্রমণের প্রধান হাতিয়ার মহেশ থিকশানা। বাছাইপর্বে মিতব্যয়ী বোলিংয়ে আটটি উইকেট শিকার করেছিলেন তিনি। যদিও বাংলাদেশের ম্যাচের আগে চোটে পড়ায় ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে তাঁর। তবে অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়ানিন্দু হাসাঙ্গারা স্পিন জাদুতে ব্যাটারদের জন্য হুমকি হতে পারেন।


এদিকে স্পিন আক্রমণে বাংলাদেশ দলে রয়েছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান, নাসুম আহমেদ ও আফিফ হোসেনরা। স্পিন ঘূর্ণিতে যেকোনো দলকে ভড়কে দেওয়ায় সামর্থ্য অসংখ্যবার প্রমাণ করেছেন তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball