promotional_ad

সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

২৬ এপ্রিল ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় ধরেই টি-টোয়েন্টিতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন মুশফিকুর রহিম। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুঃস্বপ্নের মতো সিরিজ কাটানোর পর বিশ্বকাপের বাছাই পর্বেও ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাচ্ছিলেন না ডানহাতি এই ব্যাটার। যদিও সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিক। 


প্রায় ২ বছর পর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন তিনি। ফর্মে না থাকায় এই সময়টায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সমালোচকদের জবাব দিতে গিয়ে সংবাদ সম্মেলনে ‍মুশফিক জানিয়েছেন, যারা সমালোচনা করে তাঁদের মুখগুলো আয়নায় দেখা উচিত।


১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন মুশফিক। কিন্তু কখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ডানহাতি এই ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে করা হাফ সেঞ্চুরিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার প্রথম।  বিশ্বকাপের আগে থেকেই অবশ্য টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছিলেন মুশফিক।


promotional_ad

২০১৯ সালের নভেম্বরের পর থেকেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। এই সময়ের মাঝে ১১ ইনিংসে ব্যাট করলেও কোন হাফ সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটি এসেছে বিশ্বকাপের বাছাই পর্বে। ১১ ইনিংসের মাঝে  শূন্য রানে ৩ বার ও ১০ রানের নিচে আউট হয়েছেন ৪ ম্যাচে।


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পর মুশফিকের টি-টোয়েন্টি দলে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি পাওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন তিনি। মুশফিক ছাড়াও বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। স্কটল্যান্ডের বিপক্ষে হারার পর বাংলাদেশকে নিয়ে সর্বস্তরের মানুষ সমালোচনা করেছেন।


বিশ্বকাপ বাছাই পর্বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচের পর এই ইস্যুতে মুখ খুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের পর সমালোচনার ইস্যুতে কথা বলেছেন মুশফিক। সমালোচকদের কাঠগড়ায় দাঁড় করালেও ডানহাতি এই ব্যাটার মনে করেন, ভালো করলে তারা তালি দেবে আর খারাপ করলে সমালোচনা করবে। সেটি অবশ্য তাঁর কাছে স্বাভাবিক।  


সমালোচকদের জবাব দিতে গিয়ে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবে। এটা সবসময় হয়ে থাকে। খেলোয়াড় হিসেবে আপনি যখন ভালো করবেন তখন সবাই তালি দেবে আবার যখন খারাপ করবেন তখন গালি দেবে। এটাই তো স্বাভাবিক। এটা আমার প্রথম বছর না, গত ১৬ বছর ধরে খেলছি এটা (সমালোচনা) আমার কাছে নতুন কিছু না। এটা আমার কাছে খুবই স্বাভাবিক লাগে।’


বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘যারা এইরকম কথা বলে থাকে তাদের নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। তারা বাংলাদেশের জন্য খেলে না,খেললে আমরা খেলোয়াড়েরাই খেলি। শুধু আমি না যারা ১৬ বছর ধরে বলেন, ২০০০ সাল কিংবা টেস্ট মর্যাদা পাওয়ার আগে যারা খেলেছে সবাই ভালো করার চেষ্টা করে। কোনদিন হয় আবার কোনদিন হয় না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball