promotional_ad

সব প্রতিপক্ষকেই শ্রীলঙ্কা ভাবতে চান মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

২৬ এপ্রিল ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টিতে সর্বশেষ প্রায় দুই বছরে কোন হাফ সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিম। লম্বা সময়ে ধরে ব্যাট হাতে ভুগছিলেন তিনি। তবে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরিতে নিজেকে ফিরে পাওয়ার রসদ ‍পেয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে নিয়মিত রান পাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসির ছলে মুশফিক জানিয়েছেন, তিনি সব প্রতিপক্ষকেই এখন থেকে শ্রীলঙ্কা ভাববেন। 


শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই দুর্দান্ত মুশফিক। ক্রিকেটের যেকোন ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন তিনি। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ টেস্টে ৭ হাফ সেঞ্চুরির সঙ্গে এক সেঞ্চুরিতে ১০৪৩ রান করেছেন মুশফিক। 


promotional_ad

ওয়ানডেতেও ব্যাট হাতে দুর্দান্ত তিনি। লঙ্কানদের বিপক্ষে ৩৩ ম্যাচ খেলা মুশফিক ৫ হাফ সেঞ্চুরি ও ২ সেঞ্চুরিতে  ডানহাতি এই ব্যাটার ১০২০ রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে  সর্বশেষ ওয়ানডে সিরিজেও ছিলেন সিরিজ সেরা। 


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলে ৩৫৩ রান করেছেন মুশফিক। যেখানে কোন সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি করেছেন চারটি। বিশ্বকাপেও নিজেকে যখন ফিরে পাচ্ছিলেন না তখন সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৭ বলে ৫৭ রানের ইনিংস। প্রতিপক্ষ হিসেব লঙ্কানদের পেলেেই জ্বলে উঠেন মুশফিক। 


তাদের নিয়ে বাড়তি কোন পরিকল্পনা থাকে কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘প্রথমত এরকম কখনও মনে হয় না। প্রত্যেকটা প্রতিপক্ষের বিপক্ষে চেষ্টা থাকে যে দলের জন্য ধারাবাহিকভাবে যতটা অবদান রাখতে পারি। আসলে ব্যক্তিগতভাবে ভালো করে লাভ নেই।’


বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমার দল যদি না জেতে তাহলে আমার কাছে এটার কোন মূল্য নেই। আপনার কথা শুনে মনে হলো পরবর্তীতে যার সঙ্গে খেলা হবে মনে করতে হবে যে শ্রীলঙ্কার সঙ্গে খেলা। তাহলে হয়তো আমার আরও ভালো করার সুযোগ থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball