promotional_ad

তাসকিনের বলে চোট পেয়ে অনুশীলন ছেড়েছেন সোহান

সংগৃহীত
promotional_ad

||আবিদ মোহাম্মদ, আরব আমিরাত থেকে ||


আরো পড়ুন

অমিত-সোহানদের ছাপিয়ে দিনটা নিউজিল্যান্ডের

২২ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না নুরুল হাসান সোহানের। বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে নিজের ছন্দ ফিরে পেতে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী সোহানকে পড়তে হলো চোটের কবলে। অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়ে মাঠে ছাড়েন তিনি। যদিও জানা গেছে তার চোট গুরুতর নয়। 


সুপার টুয়েলভেরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দারুণভাবে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড। জস বাটলার-ইয়ন মরগানদের বিপক্ষে খেলতে নামার আগে দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। 


promotional_ad

যেখানে পেসার তাসকিনের বলে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছিলেন সোহান। ব্যাটিং করার সময় হঠাৎই তাসকিনের বল এসে সোহানের তলপেটে আঘাত করে। এর কিছুক্ষণ পর অনুশীলনে ছেড়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। চোট গুরুতর না হলেও ২৭ অক্টোবর ইংল্যন্ডের বিপক্ষে ম্যাচ থাকায় খানিকটা শঙ্কা থেকেই যাচ্ছে।  


আরো পড়ুন

শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

১৫ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

এর আগে দুপুরে আইসিসির একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। যেখানে শুরু থেকেই ফিল্ডিং অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা। প্রায় ২০ মিনিট ফিল্ডিং অনুশীলন শেষে ব্যাটিং অনুশীলন করেছেন তারা।


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই ব্যাট হাতে ছন্দে নেই সোহান। বাছাই পর্বের তিন ম্যাচে খেললেও দুই ইনিংসে ব্যাটিং করে মাত্র ৫ রান করেছেন তিনি। পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেললেও ব্যাট করা হয়নি তার।  সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও একাদশে ছিলেন তিনি।


যদিও এদিন ব্যাট করার সুযোগ মেলেনি এই উইকেটরক্ষক ব্যাটারের।  বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হলেও দারুণ সব ক্যাচ নিয়ে নজর কেড়েছেন সোহান। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচটি ডিসমিসাল করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball