promotional_ad

চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না: নাসুম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম

১৮ মে ২৫
নাসুম আহমেদ,  নাহিদ রানা ও রিশাদ হোসেন (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি সুপার টুয়েলভে এসে। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ হারের পর ইংল্যান্ডের কাছে হারতে হলো বড় ব্যবধানে। ইংলিশদের বিপক্ষে হারের নাসুম আহমেদ জানালেন, তারা চেষ্টা করছেন কিন্তু তাঁদের দ্বারা হচ্ছে না।


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ব্যাটারদের কাছে থেকে নিয়মিত রান না পাওয়াই বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ।


promotional_ad

ব্যক্তিগতভাবে নাইম শেখ দুটি হাফ সেঞ্চুরির দেখা পেলেও লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে জুটি হচ্ছে না তাঁর। বেশিরভাগ ক্ষেত্রে ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন লিটন। পাওয়ার প্লেতে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে না পারায় চাপের মুখে পড়তে হয় পরের দিকের ব্যাটারদের।


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

২ মিনিট আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

বিশ্বকাপে কেন বাংলাদেশ ভালো করতে পারছে না কিংবা কোথায় সমস্যা হচ্ছে? এমন প্রশ্ন ছুঁড়ে দিলে নাসুম জানান, তাঁদের দ্বারা হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচেই আমাদের একটা চেষ্টা থাকে যে একটা ম্যাচ যেন আমরা বের করতে পারি। অবশ্যই একজন বোলার কিংবা ব্যাটসম্যান পারফর্ম করলে জেতার একটা সুযোগ থাকে। একটা কথাই আমি বারবার বলছি যে আমরা চেষ্টা করছি কিন্তু ওইটা আমাদের দ্বারা হচ্ছে না।’


তিনি আরও বলেন, ‘পারছি না বলতে সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না। কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো বা আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা ভালোভাবে কার্যকর করতে পারছি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball