promotional_ad

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেক বিশ্রাম পেলেও দল হিসেবে নিজেদের গুছিয়ে নিতে পারেননি বিরাট কোহলি। ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও হারল ভারত। কোহলিদের ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল কিউরা। 


দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছিল ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।


জয়ের জন্য ১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দিতে পারেননি মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন মাত্র ২৪ রান। ইনিংসের চতুর্থ ওভারে জসপ্রিত বুমরাহর করা স্লোয়ার লেন্থের বল বুঝে উঠতে পারেননি গাপটিল। সেই বলে তুলে মারতে গিয়ে মিড অনে দাঁড়িয়ে থাকা শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ তুলে দেন ১৭ বলে ২০ রান করা ডানহাতি এই ব্যাটার। 


promotional_ad

দ্??িতীয় উইকেট জুটিতে অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন মিচেল ও কেন উইলিয়ামসন। তারা দুজনে মিলে যোগ করেছেন ৫৪ বলে ৭২ রান। যার বেশিরভাগ রানই এসেছে মিচেলের ব্যাট থেকে। ৭২ রানের জুটিতে ৪৮ রান করেছেন ডানহাতি এই ওপেনার।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে মিচেলকে। বুমরাহর স্লোয়ার বলে বোলারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে লং অফে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তাতে হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে প্যাভিলিয়নের পথে হাঁটেন মিচেল। ৩৫ বলে ৪৯ রানের ইনিংস খেলার দিনে চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটার।


শেষ দিকে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন উইলিয়ামসন। তাতে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা কঠিন হয়ে গেল ভারতের জন্য। নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে হারালেও তাকিয়ে থাকতে হতে পারে নেট রানরেটের দিকে।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। কোহলি-রোহিত শর্মারা ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় মাত্র ১১০ রানে থামে ভারতের ইনিংস। দলের হয়ে অপরাজিত ২৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া ২৩ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি ও ইশ সোধি দুটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর:


ভারত- ১১০/৭ (ওভার ২০) (জাদেজা ২৬*, হার্দিক ২৩, রোহিত ১৪; বোল্ট ৩/২০, সোধি ২/১৭


নিউজিল্যান্ড- ১১১/১ (ওভার ১৪.৩) (মিচেল ৪৯, উইলিয়ামসন ৩৩*, গাপটিল ২০; বুমরাহ ২/১৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball