মোড় বদলের কৃতিত্ব নিশামকেই দিচ্ছেন উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
১৭ ঘন্টা আগে
ড্যারিল মিচেলের ৪৮ বলে ৭৩* রানের অনবদ্য ইনিংসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। যদিও ১১ বলে তিনটি ছক্কা ও একটি চারে ২৭ রান করে ইংল্যান্ডের কাছ থেকে ম্যাচটি নিজেদের পক্ষে নিয়ে আসেন জিমি নিশাম। সেমিফাইনাল ম্যাচের মোড় বদলের কৃতিত্ব তাই নিশামকেই দিচ্ছেন কেন উইলিয়ামসন।
১৬৭ রানের চ্যালেঞ্জি লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানের মধ্যে মার্টিন গাপটিল (৪) ও উইলিয়ামসনের (৫) উইকেট হারায় কিউইরা। এরপর ৮২ রানের জুটি গড়েন মিচেল ও ডেভন কনওয়ে।

উইকেটরক্ষক ব্যাটার কনওয়ে ৩৮ বলে ৪৬ করে ফিরে গেলে আবারও খেই হারায় কিউইরা। কনওয়ের মতো গ্লেন ফিলিপসও ফিরে যান লিভিংস্টোনের বলে।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
এক পর্যায়ে চার ওভারে ৫৭ রান লাগত কিউইদের। আপাত দৃষ্টিতে উইলিয়ামসনদের জয়ের সম্ভাবনা খুবই কম মনে হচ্ছিল। শেষদিকে দৃশ্যপট বদলে দেন নিশাম।
ম্যাচ শেষে তাঁকে কৃতিত্ব দিয়ে উইলিয়ামসন বলেন, 'টি-টোয়েন্টিতে ছোটো ছোটো মুহূর্তে খেলার মোড় বদলে যায়। নিশাম উইকেটে এসেই কয়েকটি ছক্কা মারে, যা সে সবসময় করে। সে অবশ্যই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা জানি ফাইনালের চ্যালেঞ্জ সামনে এবং আমরা সেখানে নজর রাখছি।'
শুরুতে রয়ে সয়ে খেললেও নিশাম ফেরার পর আগ্রাসী মেজাজে ফিনিশিং টানেন মিচেল। এক ওভার হাতে রেখেই জিতে যায় কিউইরা। মিচেলের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা ছিল।
উইলিয়ামসন আরও বলেন, 'আমাদের অনেকেই বিভিন্ন আসরে খেলেছে। এটা কঠিন ম্যাচ হবে জানতাম। তাড়া কঠিন লক্ষ্য দিয়েছে। ম্যাচ জিততে হবে আমাদের শুধু উইকেটে থাকতে হতো এবং জুটি গড়তে হতো। মিচেল আমাদের ম্যাচ জিতিয়েছে। চাপের মুহূর্তে সে দারুণ ব্যাটিং করেছে। সে অসাধারণ খেলেছে শেষদিকে।'