promotional_ad

নিজের দোষে হাত ভেঙে ফাইনাল খেলা হচ্ছে না কনওয়ের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ

২৭ নভেম্বর ২০
ডেভন কনওয়ে

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হন ডেভন কনওয়ে। গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়ার কারণে হতাশায় নিজের ব্যাটে নিজেই আঘাত করেছিলেন তিনি। এটাই কাল হলো এই উইকেটরক্ষক ব্যাটারের। হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।


ফাইনালের পরই ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। সেখানেও খেলা হচ্ছে না ৩০ বছর বয়সী কনওয়ের। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।


promotional_ad

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সেই ম্যাচ শেষে এক্স রে করান কনওয়ে। রিপোর্টে দেখা যায়, ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে তাঁর। যার কারণে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে তাঁকে।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে কিউইরা। ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কনওয়ে ছিটকে পড়ায় হতাশ নিউজিল্যান্ড। হতাশ হয়েছেন কনওয়ে নিজেও।


এই ব্যাপারে কোচ গ্যারি স্টেড বলেন, 'এমন সময়ে ছিটকে যাওয়ায় সে খুবই হতাশ। নিউজিল্যান্ডের হয়ে খেলতে সবসময়ই মুখিয়ে থাকে কনওয়ে। অবশ্যই এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়।'


এবারের আসরে ছয় ম্যাচে কনওয়ের ব্যাটে আসে ১২৯ রান। সেমিফাইনালে দলকে পাঁচ উইকেটে জেতাতে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।


রান তাড়া করার সেই ম্যাচে ১৩ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েছিলেন কনওয়ে। শেষদিকে জিমি নিশাম-মিচেল মিলে তিন ওভারে ৫৭ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball