অস্ট্রেলিয়ার এক ঝাঁক ম্যাচ উইনার আছে: উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার শক্তিমত্তা স্বীকার করে নিলেন কেন উইলিয়ামসন। অজিদের দলে যে কেউই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, মনে করিয়ে দিলেন তিনি।
ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অ্যাডাম জাম্পা- অস্ট্রেলিয়ার একাদশে সবাই যেন ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। এটা বেশ ভালোভাবেই জানা উইলিয়ামসনের।

রবিবার (১৩ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে জাম্পাকে সামলানো নিয়ে প্রশ্ন করা হলে উইলিয়ামসন মনে করিয়ে দেন, 'এই অস্ট্রেলিয়া ম্যাচ উইনারে ভরা'!
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
তিনি বলেন, 'জাম্পা একজন বিশ্বমানের বোলার। সে বিশ্বসেরাদের একজন। বিশ্বসেরা পেসারদের কয়েকজন তাকে ঘিরে আছে। দল হিসেবে ওদের এক ঝাঁক ম্যাচ উইনার আছে। আমার মনে হয়, এটাই ওদের শক্তির সবচেয়ে বড় জায়গা। তাদের বিশ্বমানের সব ক্রিকেটার আছে।'
নিজের ক্যারিয়ারে গত এক দশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। অজি ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগেও। ফাইনাল রোমাঞ্চকরই হবে, প্রত্যাশা তাঁর।
'আমরা পরস্পরের বিপক্ষে অনেক ম্যাচ খেলি। দুই দলের ম্যাচে সব সময়ই দারুণ লড়াই হয়। আমি মনে করি, কালকের ম্যাচ নিয়ে দুই দলই খুব রোমাঞ্চিত।'