promotional_ad

ফাইনালে টসের কোনো ভূমিকা দেখছেন না ফিঞ্চ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে টি-টোয়েন্টি ম্যাচ হলে সাধারণ একটা ধারণা হচ্ছে টস জিতলে পরে ব্যাটিং করা। উইকেট, আবহাওয়া বা প্রতিপক্ষ বিবেচনায় কোনো কোনো দল ভিন্ন পথে হাটলেও বেশির ভাগ ক্ষেত্রেই এমনটা দেখা যায়। তবে অ্যারন ফিঞ্চ এই প্রচলিত ধারণার সঙ্গে একমত হতে নারাজ। অজি অধিনায়কের ধারণা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস কোনো প্রভাব ফেলবে না।


রবিবার (১৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে তাসমান পাড়ের দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বসেরা হওয়ার লড়াই। এই লড়াইয়ে টসের কোনো প্রভাব দেখছেন না ফিঞ্চ।


promotional_ad

ফিঞ্চ বলেন, 'এই সংস্করণে কেউই প্রথমে ব্যাটিং করতে চায় না কিন্তু যদি আপনাকে আগে ব্যাটিং করতে হয় তাহলে দোষের কিছু নেই। ফাইনালের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য।'


তিনি আরও বলেন, 'আসলে এটা খুব একটা প্রভাব ফেলবে না। কিছু ক্ষেত্রে এই টুর্নামেন্টে জিততে হলে আপনাকে প্রথমে ব্যাটিং করতে হবে। পাকিস্তানের বিপক্ষে আমি আশা করছিলাম যাতে টস হারি, কারণ সেই ম্যাচে আমি আগে ব্যাটিং করতে চেয়েছিলাম।'


আরব আমিরাতের কন্ডিশনে টস জিতলে বিশ্বের বেশির ভাগ দলকেই টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং বেছে নিতে দেখা যায়। যাতে লক্ষ্যমাত্রা সামনে রেখে তারা ব্যাটিং করতে পারে। কিন্তু ফিঞ্চের ধারণা কোনো কোনো ক্ষেত্রে এটা হিতে-বিপরীত হতে পারে।


ফিঞ্চ বলেন, 'আমি মনে করি, বিশ্বের অনেক দলই টি-টোয়েন্টি ক্রিকেটে লক্ষ্য তাড়া করতে পছন্দ করে। যদিও এখানে ঝুঁকি থাকে। প্রতিপক্ষ যদি বড় রান তুলে ফেলে তাহলে তা তাড়া করা কঠিন হয়ে পড়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball