টেস্টের ভাবনায় টি-টোয়েন্টিতে নেই মুশফিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ
১৪ ঘন্টা আগে
আগামী তিন মাসের মধ্যে চারটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলোর কথা মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি মুশফিকুর রহিমকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন এমনটাই।
চলতি নভেম্বর ও ডিসেম্বরে পাকিস্তান সিরিজে দুটি টেস্টের পর আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতেও দুটি টেস্ট খেলবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো খেলে ইনজুরিতে পড়ার শঙ্কা আছে মুশফিকের- এই ভাবনাও ছিল টিম ম্যানেজমেন্টের। কেননা সম্প্রতি বাম হাতের ইনজুরিতে ভুগছেন দেশের আরেক সেরা ব্যাটার তামিম ইকবাল।

অনেকদিন ধরে দলের বাইরে থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তামিম। এরপর নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।
‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের
২৬ এপ্রিল ২৫
সেই ইনজুরি কাটিয়ে পুনর্বাসনে অংশ নেন তামিম। কিন্তু ফের চোটে পরতে হয় দেশ সেরা ওপেনারকে। যার কারণে পাকিস্তান সিরিজে শঙ্কা আছে তাঁকে নিয়ে। তামিমের ইনজুরির কথা বিবেচনায় রেখেই বিশ্রাম দেয়া হচ্ছে টানা খেলার মধ্যে থাকা মুশফিকুর রহিমকে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দল ঘোষণার সময় নান্নু বলেন, 'মুশফিকের ব্যাপারে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার।'
তিনি আরও বলেন, 'তামিমের মত সিনিয়র ক্রিকেটারের একটা ইনজুরি আছে। টেস্ট সিরিজে তাকে (তামিম) পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এজন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি। আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে, সামনের চারটি টেস্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।'
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে পারফর্ম করতে পারেননি মুশফিক। আট ম্যাচে তিনি করেন যথাক্রমে ৩৮, ৬, ৫, ৫৭*, ২৯, ৮, ০ ও ১ রান।