promotional_ad

নিউজিল্যান্ড সিরিজেও নেই তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

আঙুলের ইনজুরির কারণে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ খেলতে পারেননি তামিম ইকবাল। আঙুলে অস্ত্রোপচার না লাগলেও ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে ব্যাট হাতে ফেরা হচ্ছে না বাঁহাতি এই ওপেনারের। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলা হচ্ছে না তাঁর।


নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে ব্যাটিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তামিম। দেশে ফিরে এক্স-রে করানো হলে সেখানে চিড় ধরা পড়া। কয়েক সপ্তাহের বিশ্রামের পর পাকিস্তান সিরিজের আগে অনুশীলনে ফিরেছিলেন তামিম।


promotional_ad

শুরুতে টেনিস বলে ব্যাটিং করলেও পরবর্তীতে নেটে পুরোদমেই ব্যাটিং সেরেছেন। স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেললেও পেসারদের বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে ব্যথা অনুভব করেন। যে কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যান তিনি।


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

এরপর ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তামিম। সেখানে বাঁহাতি এই ওপেনারকে এক মাসের বিশ্রাম দেয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তামিমের পুনর্বাসন প্রক্রিয়া চলবে। এরপর কাঠের বলে ব্যাটিং অনুশীলনে নামবেন তিনি।


এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে দেবাশীষ বলেন, ‘হ্যাঁ, তামিমকে একমাসের বিশ্রাম দেয়া হয়েছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া চলবে। এরপর আমরা কাঠের বল দিয়ে তামিমের অনুশীলন শুরু করব।’


পাকিস্তান সিরিজ শেষে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কিউইদের বিপক্ষে তামিমকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘দল তো ১০ ডিসেম্বর চলে যাবে। তামিমকে পরে বিশেষভাবে পাঠানো হবে কিনা এটা বিসিবির ব্যাপার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball