promotional_ad

কানপুরে টেস্ট অভিষেক হচ্ছে আইয়ারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়াস আইয়ারের। নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে পা রাখতে যাচ্ছেন শ্রেয়াস। লোকেশ রাহুল ইনজুরিতে পড়ায় ভারতীয় দলে সুযোগ মিলছে এই টপ অর্ডার ব্যাটারের।


নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকছেন। এছাড়া পুরো সিরিজেই বিশ্রামে থাকছেন ভারতের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আর ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন রাহুল। তাই তাঁর জায়গায় সুযোগ পাচ্ছেন শ্রেয়াস।


promotional_ad

দীর্ঘ দিন থেকেই ঘরোয়া আর ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত পারফর্মার শ্রেয়াস। লিস্ট 'এ' এবং প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচ খেলে প্রায় ৫২ গড়ে তাঁর সংগ্রহ ৪ হাজার ৫৯২ রান। আইপিএলসহ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার সুবাদে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ইতোমধ্যেই অভিষেক হয়েছে তাঁর। এবার পা রাখতে যাচ্ছেন সাদা পোশাকের ক্রিকেটেও।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

আইয়ারের অভিষেকের ব্যাপারে ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, 'শ্রেয়াসের অভিষেক হতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত লোকেশ (রাহুল) ইনজুরিতে পড়েছে। পরবর্তী দুই টেস্টে সে দলের হয়ে খেলতে পারবে না তাই শ্রেয়াসের অভিষেক হতে যাচ্ছে।'


কোহলির অনুপস্থিতে কানপুর টেস্টে ভারতকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা। এমনিতেই তার সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, তাঁর ওপর আবার নেতৃত্বের চাপ! সব মিলিয়ে এই টেস্টে পারফর???ম করটা অনেকটাই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তাঁর জন্য।


আজিঙ্কা বলেন, 'আমি আমার ফর্ম নিয়ে চিন্তিত নই। আমি মনে করি না যে, আমাকে সেঞ্চুরি করতে হবে। আমি সবসময় দলের কথা মাথায় রাখি, এমনকি দলের প্রয়োজনে ৫০-৬০ রান করতে পারাটাও গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball