promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে নামতে প্রস্তুত ‘ইংলিশ সমর্থক’ ইংলিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রথম ম্যাচ থেকেই জিততে চেয়েছিলেন ইংলিস-স্মিথরা

২৩ ফেব্রুয়ারি ২৫
প্রথম ম্যাচ থেকেই জিততে চেয়েছিলেন জস ইংলিস-স্টিভ স্মিথরা, ফাইল ফটো

টিম পেইন ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ায় এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক হিসেবে অভিষেক হতে পারে জস ইংলিসের। ২৬ বছর বয়সী ইংলিসের জন্ম ইংল্যান্ডের লিডসে। ইয়র্কশায়ারে ক্যারিয়ার শুরু করা এই তরুণ ছোটোবেলা থেকেই সমর্থন করে এসেছেন ইংল্যান্ডকে! অথচ অ্যাশেজ সিরিজে সেই ইংল্যান্ডের বিপক্ষেই মাঠে নামতে হতে পারে ইংলিসকে।


যদিও এতে তেমন বিচলিত নন ইংলিস। বিষয়টিকে নিচ্ছেন পেশাদারিত্বের সাথেই। শেষবারের শেফিল্ড শিল্ডে ৭৩.১২ গড়ে রান করা এই উইকেটরক্ষককে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখে অস্ট্রেলিয়া।


promotional_ad

যদিও নিয়মিত উইকেটরক্ষক ম্যাথু ওয়েড খেলার কারণে সংযুক্ত আরব আমিরাতে একটি ম্যাচেও খেলার সুযোগ মেলেনি তার। এমনটা হতে পারতো অ্যাশেজেও! কিন্তু 'সেক্সটিং স্ক্যান্ডালে' জড়িয়ে পেইন নিজেকে গুঁটিয়ে নেয়ায় সুযোগ এসেছে ইংলিসের সামনে।


ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসেনকে অনুকরণীয় হিসেবে মানা ইংলিস বলেন, 'এটা অবশ্যই মজার কিছু হবে (ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক)। এমন ঘটনা তো প্রায়ই ঘটছে না। ইংল্যান্ডে বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে আমি অবশ্যই ইংল্যান্ডকেই সমর্থন করতাম। অস্ট্রেলিয়ার হয়ে আমার যদি অভিষেক হয়, সেটাও অবশ্যই দারুণ কিছুই হবে। এটা আসলেই দারুণ! আমি সুযোগের অপেক্ষায়, কেননা আমি আত্মবিশ্বাসী।'


অস্ট্রেলিয়ার এবারের দলে ইংলিস ছাড়াও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি। যদিও রিকি পন্টিং-শেন ওয়ার্নের মত অজি কিংবদন্তিরা ইংলিসকে খেলানোর পক্ষেই মতামত দিয়েছেন।


কয়েকদিন আগেই ওয়ার্ন বলেন, 'সে অবিশ্বাস্য! গ্লাভস হাতে স্টাম্পের পেছনে আসলেই সে দারুণ। ব্যাট হাতে সে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার (চারদিকে শট খেলতে পারে)। তার বয়স মাত্র ২৬। আমি মনে করি ইংলিস প্রস্তুত। ব্যাটার হিসেবে ইংলিস আর ক্যারির মধ্যে খুব বেশি পার্থক্য করা যাবে না। তাই আমি মনে করি তাদের মধ্যে কে ভালো উইকেটরক্ষক সেটাই দেখতে হবে। আমার কাছে মনে হয়েছে ইংলিস গ্লাভস হাতে আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball