promotional_ad

হারের দায় টপ অর্ডারকে দিচ্ছেন মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের

৩০ এপ্রিল ২৫
সিলেট টেস্টে ১০ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিকতা বাংলাদেশের ক্রিকেটে যেন হ্যালির ধুমকেতু। সাইফ হাসান-নাজমুল শান্তদের ব্যাটে রানের দেখা মেলে কালে ভদ্রে। সর্বশেষ চট্রগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। ব্যর্থতার বৃত্ত ছেড়ে বের হয়ে আসতে পারেননি তারা। এর ফলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে আট উইকেটে। এই টেস্টে টপ অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল, এমনটাই উপলদ্ধি মুমিনুল হকের।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় দুর্বলতার জায়গা ওপেনিং জুটি। সর্বশেষ কয়েক বছরে তামিম ইকবাল ছাড়া এখানে থিতু হতে পারেননি কেউই। তামিমের একাধিক সঙ্গী বদলেও এই সমস্যার সমাধান খোঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। যা এখন রীতিমতো মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


promotional_ad

চট্রগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেছেন সাইফ ও সাদমান ইসলাম। প্রথম ইনিংসে তাদের ওপেনিং জুটি থেকে এসেছে ১৯ রান এবং দ্বিতীয় ইনিংসে এসেছে ১৪ রান। ওপেনারদের ব্যর্থতার টেস্টে দাঁড়াতে পারেননি শান্ত-মুমিনুলও। এর ফলে প্রথম ইনিংসে ৪৯ রানে চার উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে ২৫ রানেই চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।


আরো পড়ুন

তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

১৪ ঘন্টা আগে
ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা সারছেন দুই দলের ক্রিকেটাররা, ফাইল ফটো

মুমিনুল বলেন, 'এক থেকে চারের মধ্যে আমিও আছি। আমি বলব আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। চার নম্বরে যদি বড় ইনিংস খেলতে পারতাম তাহলে ভালো দিকে যেতে পারতাম। টেস্ট তো বটেই যেকোনো ফরম্যাটে ১০ ওভারের মধ্যে যদি ৪ উইকেট হারিয়ে ফেলেন তাহলে যতই চেষ্টা করেন, দুই-তিনশ রানের জুটি করলেও বিশাল রান হবে না।'


বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের এমন ব্যর্থতা কতটা লম্বা হবে তার উত্তর হয়তো নেই টিম ম্যানেজমেন্টের কাছে। তবে দল হিসেবে ভালো খেলতে তাদের ফর্মে ফেরার বিকল্প দেখছেন না মুমিনুল। তিনি নিজেও ব্যাটিং করেন উপরের দিকে। চট্রগ্রাম টেস্টে খেলা বাংলাদেশের প্রথম চার ব্যাটারের মধ্যে ম্যাচ খেলার দিক থেকে তিনিই ছিলেন সবচেয়ে বেশি অভিজ্ঞ। তাই বাংলাদেশ অধিনায়ক দায়টা নিজের কাঁধেই নিচ্ছেন।


টপ অর্ডার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মুমিনুল বলেন, 'টপ অর্ডারে আমিও আছি। টপ অর্ডারে বাকি সবাই ছিল অনভিজ্ঞ, আমিই একমাত্র ছিলাম ৪০ টার বেশি ম্যাচ খেলা। কাজেই দায়টা আমার নিজের উপরই নিচ্ছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball