promotional_ad

ইনজুরিতে ছিটকে গেলেন উইলিয়ামসন ও ভারতের তিন ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

মুম্বাই টেস্ট শুরুর আগের দিনও ঠিকঠাক চলছিল সবকিছু। কিন্তু ৩ ডিসেম্বর (শুক্রবার) সকালেই সব যেন বিগড়ে গেল! ইনজুরির কারণে চলমান এই টেস্টে খেলছেন না ভারতের তিন ও নিউজিল্যান্ডের এক ক্রিকেটার। ম্যাচের আগমুহূর্তে কিউইরা হারিয়েছে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। অপরদিকে ভারতের হয়ে ইনজুরির কারণে খেলা হচ্ছে না আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার।


বৃষ্টির কারণ ম্যাচটিতে এখনো টসও হয়নি। সকালে জানা গেল কনুইয়ের পুরনো চোটে ভুগছেন উইলিয়ামসন। পুরো বছরেই এই ইনজুরিতে ভুগেছিলেন তিনি। এবার সেই চোটই মাথাচাড়া দিয়েছে পুনরায়। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।


promotional_ad

কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলেননি বিরাট কোহলি, অধিনায়কত্বের দায়ভার ছিল রাহানের ওপর। এই বছর অফফর্মে কাটানো রাহানে এই ম্যাচেও খেলতেন। কিন্তু হ্যামস্ট্রিং চোটের কারণে খেলছেন না তিনি। কানপুর টেস্টের শেষদিনে এই ইনজুরিতে পড়েন তিনি।


ইনফর্ম অলরাউন্ডার জাদেজাও চোটে পড়েছিলেন কানপুরে। যদিও ঠিক কখন এই ইনজুরিতে পড়েছেন তা উল্লেখ করা হয়নি। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তার বাহু ফুলে আছে। এই ম্যাচে তাই বিশ্রামে থাকছেন জাদেজা।


কানপুর টেস্টের ইনজুরির কবলে পড়েন ইশান্তও। বাঁহাতের কনিষ্ঠা আঙুলের হাড় নড়ে গেছে তার। যার ফলে এই টেস্টে খেলা হচ্ছে না এই ফাস্ট বোলারের। ম্যাচের আগে তিন বিভাগের তিন ক্রিকেটারের ইনজুরিতে মনস্তাত্ত্বিকভাবে বাজে আঘাত পেয়েছে ভারত।


মুম্বাই টেস্টে এখনো টস হয়নি। ইতোমধ্যেই মধ্যাহ্ন বিরতিতে আছে দুই দল। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সময় ১২ টায় অনুষ্ঠিত হবে টস।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball