পাকিস্তানের ইনিংস ঘোষণার পর বাংলাদেশের বিপর্যয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ
৯ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৬ রান। সাকিব আল হাসান ২৩ ও তাইজুল ইসলাম কোনো রান না করেই অপরাজিত আছেন। বাংলাদেশ পিছিয়ে আছে ২২৪ রানে। আলোকস্বল্পতার কারণে ২০ ওভার আগেই এদিন দিনের খেলা শেষ হয়েছে।
পাকিস্তানের ৩০০ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই অভিষিক্ত ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। তিনি ৭ বল খেলে কোনো রান না করে সাজিদ খানের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে শূন্য রানে স্লিপে বাবর আজমের হাতে ক্যাচ দেন।
বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। তিনি সেই সাজিদের বলেই জায়গা করে নিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কভারে হাসান আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন। মুমিনুল হক রান আউট হয়ে ফেরেন পরের ওভারেই। এরপরই চা বিরতিতে যায় বাংলাদেশ।
শেষ সেশনে ব্যাটিং করতে নেমে সাজিদকে বাউন্ডারি হাঁকানোর পরের বলে সুইপ করতে গিয়ে ফাওয়াদ আলমের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। ৮ বলে ৫ রান করেন এই ব্যাটসম্যান। এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
লিটন ১২ বলে ৬ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন। আর মিরাজও কোনো রান না করেই আউট হয়ে ফেরেন সাজিদের বলে। এই পাকিস্তানি স্পিনারের বলে স্লগ সুইপের চেষ্টা করেছিলেন মিরাজ। যদিও ব্যাটে-বলে না হওয়ায় বল আঘাত করে স্টাম্পে। বাকি সময়টা তাইজুল ইসলামকে নিয়ে পার করেন সাকিব।
এর আগে বৃষ্টির বাঁধায় ভেস্তে গিয়েছিল ঢাকা টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন। মাঠ খেলার অনুপযোগী থাকায় চতুর্থ দিন সকালের প্রথম ঘন্টায়ও খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে সকাল ১০:৫০ মিনিটে খেলা শুরু হলে ওভারকাস্ট কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ ব্রেক থ্রু এনে দেন খাল??দ আহমেদ এবং এবাদত হোসেন।

২ উইকেটে ১৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই হারিয়ে বসে আজহার আলীকে। এবাদত হোসেনকে পুল করতে গিয়ে লিটনের তালুবন্দি হন আজহার। ৫৬ রানে ফেরেন তিনি।
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
৭ ঘন্টা আগে
খানিক পর বাবর আজমকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এবাদত হোসেন। তিন টেস্টের ক্যারিয়ারে এটি তার প্রথম উইকেট। ৭৬ রানে আউট হন পাকিস্তানের এই অধিনায়ক। এরপর ক্রিজে নেমে হাল ধরেন ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান।
তাদের ব্যাটে ভর করেই লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। ১৯.৪ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে পাকিস্তান স্কোরবোর্ডে আরও যোগ করেছে ৫৩ রান।
ফাওয়াদ ১৯ এবং রিজওয়ান অপরাজিত আছেন ২৬ রানে। লাঞ্চের পর নেমে খানিকটা দ্রতগতিতেই রান তুলতে থাকেন দুজন। তাইজুলকে সামনে এগিয়ে ছক্কা হাঁকানোর সঙ্গে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। খানিক পর এই স্পিনারকেই এগিয়ে এসে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন লিটন দাস।
এর মাঝে অবশ্য নাজমুল হোসেন শান্তও একবার আউট হয়েছিলেন। কিন্তু তিনি রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায় নউমান আলী নো বল করেছেন। তাতে জীবন পান এই ব্যাটসম্যান।
কিন্তু জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি এই ক্রিকেটার। সাজিদের পঞ্চম শিকার হয়ে লেগ বিফরে ফাঁদে পড়্রেন তিনি। ৩০ রান আসে তার ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান (১ম ইনিংস)- ৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডিক্লে.)
(ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩* আজহার ৫৬, বাবর ৭৬; তাইজুল ২/৭৩)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৭৬/৭ (২৬ ওভার)
(মিরাজ ০*, সাকিব ১২*; সাজিদ ৬/৩৫)