promotional_ad

অ্যাশেজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না অ্যান্ডারসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

১০ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। গ্যাবা টেস্টে খেলবেন না জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই পেসারের না খেলার বিষয়টি মিডিয়াকে জানিয়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার।


যদিও ঠিক কী কারণে অ্যান্ডারসন খেলছেন না, সেটা এখনো জানা যায়নি। অ্যান্ডারসনকে কী বিশ্রামে রাখা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবেও ধোঁয়াশা রেখেছেন বাটলার। তবে ইংলিশ উইকেটরক্ষকের কথায় জানা গেছে, ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আছেন ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন।


promotional_ad

বাটলার বলেন, 'জিমি খেলছে না। কিন্তু সে এই মুহূর্তে ফিট আছে। সে আজও বোলিং করেছে। আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করে তাকে রাখছি না। কেননা আমাদের সামনে অনেক লম্বা একটি সিরিজ আছে।'


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৮ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

অ্যান্ডারসনকে বিশ্রামে রাখা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জিমিকে আমি বোলিং করতে দেখেছি। সে খুব ভালো বোলিং করেছে। তাকে আমি ভালোই দেখেছি। দুঃখিত আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না।'


অস্ট্রেলিয়ার মাটিতে ৩৫.৪৩ গড়ে ৬০টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ বার ২০১০-১১ সালে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেই সিরিজে ২৪ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজেও ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়েছিলেন এই পেসার।


এদিকে গ্যাবা টেস্টের মাধ্যমে লম্বা সময় পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরছেন বেন স্টোকস। অ্যাশেজের আগমুহূর্তে তারকা এই অলরাউন্ডারকে দলে পেয়ে পুনরায় উজ্জীবিত হয়েছে ইংল্যান্ড দল।


বাটলার বলেন, 'বেন খেলার জন্য প্রস্তুত। নেটে সে অসাধারণভাবেই খেলেছে। তার অন্তর্ভুক্তি আমাদের জন্য দারুণ একটি ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball