promotional_ad

ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয় : বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

বৃহস্পতিবারে (৮ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে এবারের অ্যাশেজ। মর্যাদার এই লড়াইয়ে অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন জস বাটলার। তবে স্বাগতিকদের বিপক্ষে ব্রিসবেন টেস্টে জয় অসম্ভব কিছু নয় এমনটাই বলছেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার।


ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ দ্বৈরত বেশ পুরোনো। তাই দুই দলের সাদা পোশাকের এই লড়াইয়ে বরাবরই দেখা যায় বাড়তি উত্তেজনা। অজিদের ঘরের মাঠ হওয়ায় কিছুটা হলেও কন্ডিশনের সুবিধা পাবে তারা। তবে কয়েক মাস আগে গ্যাবায় ভারতের বিপক্ষে টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। যা থেকে অনুপ্রেরণা পাচ্ছে ইংল্যান্ড।


promotional_ad

বাটলার বলেন, 'অস্ট্রেলিয়া সফরে এসে ক্রিকেট খেলা ইংল্যান্ডের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং, ইতিহাস আপনাকে এটাই বলে। এটা খেলাকে উত্তেজনাপূর্ণ করে তোলে। অস্ট্রেলিয়া এখানে (ব্রিসবেন) ভালো খেলে কিন্তু সম্প্রতি তারা এই ভেন্যুতেই ভারতের বিপক্ষে হেরেছে, যা প্রমাণ করে তাদের হারানো অসম্ভব নয়।'


এই উইকেটরক্ষক ব্যাটার আরও বএলন, 'আমরা জানি যে, দল হিসেবে আমাদের সেরা পারফর্ম করতে হবে। আমাদের সর্বোচ্চ মনযোগ নিজেদের দিকে। প্রতিপক্ষ দুর্দান্ত দল কিন্তু আমরা জানি, আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।'


ব্রিসবেন টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ মাঠে গড়ালেও এই টেস্টে দেখা যাবে না জেমস অ্যান্ডারসনকে। তবে অভিজ্ঞ এই ইংলিশ পেসার ফিট আছেন। হয়তোবা রোটেশন পদ্ধিতির কারণেই সিরিজের প্রথম টেস্টে থাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট।


বাটলার বলেন, 'জিমি খেলছে না। কিন্তু সে এই মুহূর্তে ফিট আছে। সে আজও বোলিং করেছে। আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করে তাকে রাখছি না। কেননা আমাদের সামনে অনেক লম্বা একটি সিরিজ আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball