পেইনকে আবারও খেলার মাঠে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
৮ ঘন্টা আগে
সেক্সটিং স্ক্যান্ডালে জড়িয়ে ক্রিকেট থেকে নিজেকে গুঁটিয়ে রাখা টিম পেইনকে পুনরায় দলে চান ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি। ৩৭ বছর বয়সী পেইন বিরতি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন, এমনটা প্রত্যাশা তার।
অ্যাশেজ শুরুর আগে অনেকটা অপ্রত্যাশিতভাবে মিডিয়ায় চলে আসে টিম পেইনের কিছু অশোভনীয় বার্তা। ২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে পাঠানো সেসব কুরুচিপূর্ণ বার্তা মিডিয়ায় এলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি।

অস্ট্রেলিয়া দল থেকে তাৎক্ষণিকভাবে নিজেকে সরিয়েও নেন পেইন। যদিও সতীর্থ ও ক্রিকেট বোর্ডকে শুরু থেকেই পাশে পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। পেইনের এমন দুর্দিনে তাকে আবারও স্মরণ করল সিএ।
সিএ'র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'আমরা তাকে আবারও এখানে দেখতে চাই। সে খেলবে.. পারফর্ম করবে..। হেড কোচ তাকে মাঠে দেখতে চেয়েছে। তাসমানিয়ার ক্রিকেট সম্প্রদায়ও এই মুহূর্তে তার পাশে আছে।
'টিম ঠিকমতো সাপোর্ট পাচ্ছে কিনা, এই ব্যাপারে আমরা সবসময়ই নজর রাখছি। ভুল স্বীকার করার জন্য তার প্রতি সম্মান। এখন আমাদের কাজ তাকে সমর্থন যুগিয়ে যাওয়া।'
পেইনের বদলে বর্তমান অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন অ্যালেক্স ক্যারি। চলমান ব্রিসবেন টেস্টে অভিষেক হয়েছে ক্যারির। এছাড়া তরুণ আরেক উইকেটরক্ষক জস ইংলিসও আছে অজিদের সাইড বেঞ্চে।