আগ্রাসী হেডকে প্রশংসায় ভাসালেন ভন-ওয়ার্নাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন
২৮ ফেব্রুয়ারি ২৫
অ্যাশেজের প্রথম টেস্টে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৪৭ রানে অলআউট করার পর সাত উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছে অজিরা। দ্বিতীয় দিনে মাত্র ৮৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত আছেন ট্রাভিস হেড। তার এমন আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন মাইকেল ভন ও সতীর্থ ডেভিড ওয়ার্নার।
ইংলিশদের দেড়শ'র আগেই অলআউট করে প্রথম দিনেই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে তারা। যেখানে নেতৃত্ব দিচ্ছেন হেড। দ্বিতীয় দিন শেষে ১১২ রান করে অপরাজিত আছেন এই মিডল অর্ডার ব্যাটার।

সাদা পোশাকের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৯ ম্যাচ খেলে প্রায় ৪০ গড়ে এক হাজার ১৫৩ রান করেছেন হেড। যেখানে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনবার। তবে গ্যাবার এই সেঞ্চুরি নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারের অন্যতম একটি।
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
এমন দুর্দান্ত সেঞ্চুরির পর প্রশংসাই ভাসছেন হেড। তার ব্যাটিংয়ের প্রশংসা করে ভন টুইটারে লিখেছেন, 'ট্রাভিস হেডের কাছ থেকে এটা বিশেষ একটা ইনিংস। এই অ্যাশেজ সেঞ্চুরি আমরা দীর্ঘ দিন মনে রাখব।'
দিন শেষে এই মিডল অর্ডার ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেছে প্রথম ইনিংসে ৯৪ রান করা ওয়ার্নারের কণ্ঠেও। হেডের এমন সাবলীল ব্যাটিং আত্মবিশ্বাস বাড়াবে এমনটাই ধারণা অজি অধিনায়কের। পাশপাশি ওয়ার্নারের চোখে হেডের এই ইনিংসটি বিনোদন জুগিয়েছে দর্শকদের।
ওয়ার্নার বলেন, 'ট্রাভিস হেডের কাছ থেকে দারুণ একটি বিনোদনমূলক ইনিংস। এটা ব্যক্তিগতভাবে তাকে আত্মবিশ্বাস যোগাবে। সে তার জায়গা পাকাপোক্ত করেছে। সে ফিরে এসেছে এবং ১১২ রান করেছে।'