মুশফিকের কিপিং কেড়ে নেয়ার প্রশ্নে ক্ষুব্ধ পাপন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
৬ ঘন্টা আগে
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে কোচ রাসেল ডমিঙ্গো পরিকল্পনা ছিল দুই ম্যাচ দুই ম্যাচ করে কিপিং করিয়ে দেখতে চান মুশফিকুর রহিম এবং নুরুল হাসান সোহানকে। তখন হুট করেই উইকেটকিপিং ছেড়ে দেন মুশফিকুর রহিম, যা নিয়ে সেসময় বিতর্ক তৈরি হয়েছিল। এই ঘটনার রেশ কাটেনি এখনো। এই প্রক্রিয়াকে নিতান্তই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মুশফিকের কিপিং ছাড়ার বিষয়টিতে বিসিবির হস্তক্ষেপ আছে, এমনটাই সেই সময় রটেছিল মিডিয়ায়। শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এ নিয়ে পুনরায় কথা বলেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক। মুশফিকের হাত থেকে কিপিং গ্লাভস কেড়ে নেয়া হয়নি, এটাও পুনরায় নিশ্চিত করেছেন পাপন।

তিনি বলেন, ‘কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে আমার আর কি অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী?’
‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের
২৬ এপ্রিল ২৫
‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা। একটা জিনিস তো জানি আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম?’
পরবর্তীতে মুশফিক উইকেটকিপিং না করায় সেই সিরিজে কিপিং করেছিলেন সোহান। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ।
পাপন আরও বলেন, ‘আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’