যুব এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-নেপাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাটকীয় ম্যাচ হেরে গ্রুপ পর্বে রানার্সআপ বাংলাদেশ
৩ ডিসেম্বর ২৪
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই টুর্নামেন্টে 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ।
এই গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। এ ছাড়া 'এ' গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও আরব আমিরাত। টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর।

প্রথম দিনই নেপালের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। এরপর আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৯ এপ্রিল ২৫
বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমি-ফাইনালে জায়গা পাবে।
আগামী ৩০ ডিসেম্বর শারজাহ ও আইসিসির অ্যাকাডেমী মাঠ 'এক' এ অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল। ৩১ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে যুব এশিয়া কাপের।
যুব এশিয়া কাপের গত আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জুনিয়র টাইগারদের।