promotional_ad

স্মিথের আক্ষেপ, হতাশায় মোড়ানো ইংল্যান্ডের শেষ বিকেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে লাহোরের দর্শকদের চুপ করাতে চান ল্যাবুশেন

২৮ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে মার্নাস ল্যাবুশেন, ফাইল ফটো

সেঞ্চুরি তুলে নেয়া মার্নাস ল্যাবুশেন ফিরলেও অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন স্টিভেন স্মিথ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই শব্দের যথার্থতা বুঝাতেই যেন ট্রাভিস হেড-ক্যামেরন গ্রিনদের বিদায়ের মিছিলে যোগ না দিয়ে ইংল্যান্ডের বোলারদের সামলেছেন স্মিথ। তবে ডানহাতি এই ব্যাটারের দারুণ এক ইনিংস শেষ হয়েছে আক্ষেপে। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থেকে সাজঘরে ফিরেছেন তিনি। 


অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, মাইকেল নেসারদের শেষের ব্যাটিংয়ে ৪৭৩ রানে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে খানিকটা ছন্নছড়া ইংল্যান্ড। ররি বার্নস ও হাসিব হামিদকে হারিয়ে হতাশায় মোড়ানো দিন পার করলো ইংল্যান্ড।


অ্যাডিলেডে আগের দিনের ২ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৯৫ রানে অপরাজিত থাকা ল্যাবুশেন সেঞ্চুরি তুলে নিয়েছেন এদিন সকালেই। জেমস অ্যান্ডারসনের বলে চার মেরে সেঞ্চুরি তুলে নেয়ার আগে ৯০ থেকৈ ১০০ রানে পৌঁছাতে খেলেছেন ৫৩ বল। সেঞ্চুরি করার পরই ল্যাবুশেনকে ফেরান অলিভার রবিনসন। 


promotional_ad

জস বাটলার ক্যাচ লুফে নিলেও নো বল হওয়ায় সেই যাত্রায় বেঁচে যান ল্যাবুশেন। ১০২ রানে জীবন পেলেও মা্রত ১ রান যোগ করেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ডানহাতি এই ব্যাটার। রবিনসনের বলে লেগ বিফোর ফাঁদের উইকেটে পড়ে সাজঘরে ফেরার আগে করেছেন ১০৩ রান। 


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক

১২ ফেব্রুয়ারি ২৫
বল হাতে মিচেল স্টার্ক, বিসিসিআই

প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেলেও অ্যাডিলেডের প্রথম ইনিংসে ব্যর্থ হেড। জো রুটের ফ্লাইটেড ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১৮ রান করা বাঁহাতি এই ব্যাটার। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ গ্রিন। মাত্র ২ রান করে বেন স্টোকসের বলে বোল্ড হয়েছেন তিনি। তবে এরপর অ্যালেক্স কেরির সঙ্গে জুটি গড়েন স্মিথ। তাঁদের দুজনের জুটি থেকে আসে ৯১ রান। 


হাফ সেঞ্চুরি করা স্মিথ ৯৩ রানে ফিরলে ভাঙে তাদের এই জুটি। স্মিথকে সঙ্গ দেয়া কেরিও ফেরেন হাফ সেঞ্চুরির পর। এই উইকেটরক্ষক ব্যাটার ফিরেছেন ৫১ রান করে। শেষ দিকে আক্রণাত্বক ব্যাটিং করেন স্টার্ক ও নেসাররা। ৩৯ রান করে স্টার্ক অপরাজিত থাকলেও নেসার ফিরেছেন ২৪ বলে ৩৫ রান করে। দ্রুত রান তুলে গিয়ে ঝাই রিচার্ডসন আউট হলে ইনিংষ ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে স্টোকস তিনটি এবং অ্যান্ডারসন দুটি উইকেট নিয়েছেন।


প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৪৭৩ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বার্নসকে ফেরান স্টার্ক। কয়েক ওভারের ব্যবধানে হামিদকে প্যাভিলিয়নে পাঠান নেসার। দ্বিতীয় দিনের খেলা বাকি থাকলেও মাঠের কাছে বজ্রপাত হওয়ায় আগেভাগেই খেলা শেষ করেন ম্যাচ অফিসিয়ালসরা।


সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):


অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) - ৪৭৩/৯ ডিক্লে (ওভার ১৫০.৪) (ল্যাবুশেন ১০৩, ওয়ার্নার ৯৫, স্মিথ ৯৩, কেরি ৫১, স্টার্ক ৩৯*, নেসার ৩৫; স্টোকস ৩/১১৩, অ্যান্ডারসন ২/৫৮)


ইংল্যান্ড (প্রথম ইনিংস) - ১৭/২ (ওভার ৮.৪) (হাসিব ৬, রুট ৫*; নেসার ১/৪, স্টার্ক ১/১১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball