promotional_ad

সিরিজ বাতিলের সুযোগ নেই: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের কোয়ারেন্টাইন সময়সীমা বেড়ে গেছে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা এসেছে অনুশীলন ও জিমে।


লাগাতার কোয়ারেন্টাইনের জন্য সিরিজটির ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। এ নিয়ে শনিবার (১৮ ডিসেম্বর) জরুরী বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সেখানে সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


promotional_ad

নিউজিল্যান্ড সিরিজ বাতিলেন সুযোগ নেই বলে মনে করেন তিনি। আগামী ২১ ডিসেম্বর আবারও করোনা পরীক্ষা করা হবে বাংলাদেশ দলের সকলের। এরপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কিনা, সিরিজটা বাদ দেয়া যায় কিনা। আসলে এটার কোনো সুযোগ নেই। আমাদের জানা মতে এটার কোনো সুযোগই নেই। ২১ তারিখের পরে যদি আবারও বাড়ায় (কোয়ারেন্টাইন) তখন আমরা ওদের সঙ্গে আলোচনায় যেতে পারব। ওদের বোর্ডের সঙ্গে যে কি করা যায়। এক সপ্তাহ পরই আবার ওদের ওইখানে অস্ট্রেলিয়া যাচ্ছে খেলতে। ওদেরও কিন্তু সময় নেই। এদিক সেদিক করার জন্য আমরা চেষ্টা করতে পারি। এখন পর্যন্ত আমরা এটাই জানি।'


এর আগে গত বুধবার টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। এরপর তার সংস্পর্শে আসা বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর একদিন পরেই পুরো বাংলাদেশ দলকে আরও তিনদিনের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেয়া হয়।


পাশাপাশি স্থগিত করা হয় অনুশীলন ও জিমের সুবিধা। মূলত নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই বিধি নিষেধের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডে যাওয়া সকলের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।


যদিও বিসিবির সঙ্গে আলোচনা করে সেটা কমিয়ে আনা হয় ৭ দিনে। সেই সময়সীমা পার হলেও অনিবার্য কারণে বাড়তি আরও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকছে হচ্ছে সফরকারী বাংলাদেশ দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball