শেষ তিন টেস্টে অস্ট্রেলিয়ার অপরিবর্তিত স্কোয়াড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
৮ ঘন্টা আগে
অ্যাশেজ সিরিজের বাকি তিন টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলের সঙ্গে ফিরেছেন অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার জস হ্যাজেলউড।
বৃহ??্পতিবার দুজনই দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জায়গা ধরে রেখেছেন ওপেনার মার্কাস হ্যারিস। দলে একমাত্র ব্যাকআপ ব্যাটার হিসেবে আছেন কেবল উসমান খাওয়াজা।

কামিন্স ও হ্যাজেলউড না থাকলেও অ্যাডিলেড টেস্টে দারুণ বোলিং করেছেন ঝাই রিচার্ডসন ও মিচেল নেসার। কামিন্স ও হ্যাজেলউড ফিরলে দুজনকেই অবশ্য একাদশে জায়গা হারাতে হবে।
লম্বা সময় ধরে ব্যাট হাতে দলের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন হ্যারিস। সর্বশেষ ১২ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২২.১৯। আর ইংল্যান্ডের বিপক্ষে সেটা নেমে এসেছে মাত্র ১০.৬৬তে।
লেগ স্পিনার মিচেল সোয়েপসনও রয়ে গেছেন টেস্ট স্কোয়াডে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে সিডনিতে। সেখানকার টার্নিং উইকেটে একাদশে ডাক পড়তে পারে সোয়েপসনের।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।