অজিদের ইংল্যান্ড বধের মিশনে যুক্ত হলেন বোল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলিদের গুঁড়িয়ে সেরা দশে বোল্যান্ড
৮ জানুয়ারি ২৫
গত সোমবার (২০ ডিসেম্বর) অ্যাশেজ সিরিজের বাকি তিন টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবার সেই স্কোয়াডে পেসার স্কট বোল্যান্ডকে সংযুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার জস হ্যাজেলউড। যদিও মেলবোর্নে খেলার জন্য তিনি এখন পর্যন্ত পুরোপুরি ফিট নন। এদিকে অ্যাডিলেড টেস্টে বোলিংয়ের সময় অস্বস্তিতে ছিলেন মিচেল স্টার্কও।

কোভিড সংক্রান্ত নীতিমালায় অ্যাডিলেডে খেলেননি অস্ট্রেলিয়ার নব্য অধিনায়ক প্যাট কামিন্স। প্রায় দশ দিনের মতো বোলিংয়ের সঙ্গে নেই তিনিও। দলের পেসারদের এমন অবস্থায় তাই জায়গা মিলেছে বোল্যান্ডের।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
৮ ঘন্টা আগে
৩২ বছর বয়সী বোল্যান্ড জাতীয় দলের হয়ে ১৪টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এবারই প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। চলতি মাসে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে খেলেছিলেন তিনি।
যেখানে দুই ইনিংসে যথাক্রমে ১৬ ও ৬৪ রান খরচায় একটি করে উইকেট নেন বোল্যান্ড। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে অবশ্য তার পারফরম্যান্স অসাধারণ। দুই ম্যাচে ১০.৮০ গড়ে ১৫ উইকেট নেন তিনি।
কামিন্স ও হ্যাজেলউড না থাকায় অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে দারুণ বোলিং করেছেন ঝাই রিচার্ডসন ও মিচেল নেসার। সামগ্রিক বিবেচনায় বোল্যান্ডের টেস্ট অভিষেক হওয়াটা এই মুহূর্তে আকস্মিক ব্যাপারই বটে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার ও স্কট বোল্যান্ড।