promotional_ad

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরছেন কনওয়ে-ওয়াগনার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ

২৭ নভেম্বর ২০
ডেভন কনওয়ে

আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড একাদশ। বে ওভালে অনুষ্ঠেয় ম্যাচটিতে ফিরছেন ডেভন কনওয়ে। ম্যাচটিতে ফিরছেন নেইল ওয়াগনারও।


শেষবারের টি-ট???য়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়েন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আউট হওয়ার পর হতাশায় ব্যাটে আঘাত করে হাত ভাঙেন তিনি। এরপর সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসহ ভারত সফরেও খেলেননি তিনি।


promotional_ad

প্রস্তুতি ম্যাচে ফেরা নিয়ে বাঁহাতি এই ব্যাটার বলেন, 'প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমি ফিট থাকব এবং খেলব। আমি ব্যাটিং শুরু করে দিয়েছি। আমার হাতও পরীক্ষা করছি। নিউজিল্যান্ড একাদশের হয়ে ফিরতে আমি আশাবাদী। ম্যাচের অবস্থা বুঝতে পারাটা আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।'


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি পেসার ওয়াগনারও। এই ম্যাচে ফিরে গতির ঝড় তোলার অপেক্ষায় আছেন তিনিও। ঘরের মাঠের দর্শকদের সামনে ফিরতে পারছেন বলে উচ্ছ্বসিত তিনি।


ওয়াগনার বলেন, 'লাল বল হাতে নেয়াটা আমার জন্য আনন্দের। এই ম্যাচটি আমার পায়ের ওয়ার্মআপ হিসেবে দারুণ কাজে দেবে। ছেলেরা ঘরের মাঠে ফিরতে পেরে আনন্দিত। মাউন্ট মঙ্গানুই ও ক্রাইস্টচার্চে নিজ দেশের দর্শকদের সামনে খেলতে তারা মুখিয়ে আছে।'


এই ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কোচ হিসেবে থাকবেন ব্রেন্ডন ডঙ্কারস। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে পহেলা জানুয়ারি। ভেন্যু মাউন্ট মঙ্গানুই। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।


নিউজিল্যান্ড একাদশ: মারা এভ, জ্যাকব ভুলা, জ্যাক বয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব কামিং, জোয়ে ফিল্ড, জ্যারফ ম্যাকে, টিম প্রিঙ্গল, ব্রেট র‍্যান্ডেল, মিচ র‍্যানউইক, টিম রবিনসন ও নেইল ওয়াগনার



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball