promotional_ad

ওয়েলিংটনের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৬ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে বাংলাদেশের খুব বেশি সুখস্মৃতি নেই। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে শেষ দিনের শেষ ইনিংস পর্যন্ত দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। সেই স্মৃতি থেকেই এবার অনুপ্রেরণা নিচ্ছে বাংলাদেশ দল।


এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ২০১৭ সালে ওয়েলিংটনে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি টাইগারদের।


promotional_ad

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন??ত ৯ ম্যাচ খেলে সবকটিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে ইনিংস ব্যবধানে হারতে হয়ে ৫টিতে। বাংলাদেশ যতবারই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ততবারই কিউইদের বোলিং আক্রমণের সামনে আত্মসমর্পন করতে হয়েছে।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

ওয়েলিংটনের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সুজন বলেছেন, 'এর আগে নিউ জিল্যান্ডে আমরা ১০টি (৯টি) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল) ওয়েলিংটন টেস্ট। ওই টেস্টে শেষ দিনে চা-বিরতির পর হেরে যাই আমরা। তবে ওই টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি যে, সেবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভালো কিছু করতে।'


ক্রাইস্টচার্চে পৌঁছে এক সপ্তাহেরও বেশি সময় কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। এরপর শুক্রবারই তাওরাঙ্গায় পৌঁছেছে টাইগাররা। আগামী ১ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। এর আগে ২৮ ডিসেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।


দলের অনুশীলন পরিকল্পনা নিয়ে সুজন বলেন, 'আগামী দুই দিন, মানে ২৬ ও ২৭ ডিসেম্বর আমরা ট্রেনিং করব। আশা করি কঠোর ও ভালো ট্রেনিং হবে। ২৮ ও ২৯ তারিখ আমাদের প্রস্তুতি ম্যাচ আছে। ৩০ তারিখ আবার বিরতি। ৩১ তারিখে অনুশীলনের পর আমরা প্রথম টেস্ট ম্যাচ খেলব ১ তারিখ থেকে। এখনও পর্যন্ত সব ভালো। ছেলেরা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball