promotional_ad

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংলিশ টপ অর্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ২৬৭ রানে অলআউট করে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছিল বোলাররা। কিন্তু শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যর্থ ইংলিশ টপ অর্ডার। ৩১ রানে চার উইকেট হারিয়ে টেস্ট হারের শঙ্কায় ইংল্যান্ড।


মেলবোর্নে আগের দিনের এক উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। গতকাল নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাটিং করতে নামা নাথান লায়ন এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১০ রান করে বাটলারের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরেছেন রবিনসনের বলে।


ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস ল্যাবুশেন এদিন এক রানের বেশি করতে পারেননি। এই টপ অর্ডার ব্যাটার দ্রুত ফিরলে একশো পেরোনোর আগেই তিন উইকেট হারায় অজিরা। স্টিভেন স্মিথ-ট্রাভিস হেডরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।


দলের বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন মার্কাস হ্যারিস। এই ওপেনার ৭৬ রান করে ফিরলে আর কেউ দলের হাল ধরতে পারেনি। শেষ পর্যন্ত অজিরা অলআউট হয়েছে ২৬৭ রানে।


promotional_ad

ইংল্যান্ডের হয়ে ৩৩ রানে চার উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন। মার্ক উড-রবিনসনও এদিন দুর্দান্ত বোলিং করেছেন। এই দুই পেসার সমান দুটি করে উইকেট নিয়েছেন।


শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩১ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সমান দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন স্টার্ক এবং অভিষিক্ত স্কট বোল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ইংলিশরা এখনও পর্যন্ত ৫১ রানে পিছিয়ে আছে।


সংক্ষিপ্ত স্কোর-


ইংল্যান্ড (প্রথম ইনিংস)-  ১৮৫/১০ (৬৫.১ ওভার)


(রুট ৫০, বেয়ারস্ট্রো ৩৫; কামিন্স ৩/৩৬, লায়ন ৩/৩৬)


অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ২৬৭/১০ (৮৭.৫ ওভার)


(হ্যারিস ৭৬, ওয়ার্নার ৩৮; অ্যান্ডারসন ৪/৩৩, রবিনসন ২/৬৪)


ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ৩১/৪ (১২ ওভার)


(রুট ১২*, হাসিব ৭; বোল্যান্ড ২/১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball