আমাদের সঙ্গে মজা করার চেষ্টা করো না, রুটের উদ্দেশে বয়কট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১০ ঘন্টা আগে
ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাঠে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ হার পীড়া দিচ্ছে ইংলিশ কিংবদন্তিদের। অধিনায়ক জো রুটের নেতৃত্ব নিয়েও সমালোচনা চলছে। নানান দিক থেকে ধেয়ে আসছে মন্তব্য। এবার রুটের নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ বয়কট।
অ্যাশেজ শুরুর আগ থেকে বিভিন্ন সময়ে গণমাধ্যমে রুটের বক্তব্যগুলো সমালোচিত ছিল। কখনো নিজ দলের বোলারদের সমালোচনা কিংবা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তিমত্তাকে হেয় করা- সবই ছিল বিভিন্ন সময়ে করা তার ভিন্ন ভিন্ন বক্তব্যে। এসবের কড়া সমালোচনা করেছেন বয়কট।

দ্যা টেলিগ্রাফে তিনি লিখেছেন, 'অস্ট্রেলিয়া ৩-০ তে এগিয়ে আছে। অ্যাশেজ হার নিশ্চিত হয়ে গেছে। রুট, দয়া করে বলো না যে অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো দল নয়। কাক্কু ল্যান্ডে (বিনোদনমূলক স্থান) বসবাস করতে আমার আপত্তি নেই, তবে আমাদের সঙ্গে মজা করার চেষ্টা করো না।'
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
২২ মে ২৫
'সে যা বলেছে সেটা যদি সত্যিই বিশ্বাস করে, তাহলে ইংল্যান্ড দলে তার অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। পুরো বিষয়টি আমাদের খারাপ লাগছে, জো (রুট) সেটা দেখতে চাইছে না। ইংল্যান্ড ব্যাটিং করতে পারে না। তাদের বোলিং গড়পড়তা মানের।'
ব্রিসবেন টেস্টে নয় উইকেটে হারের পর অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট ২৭৫ রানে হারে ইংল্যান্ড। তারপর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচটি ইংল্যান্ড হারে ইনিংস ও ১৪ রানের বিশাল ব্যবধানে।
অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ৫ জানুয়ারি। ভেন্যু সিডনি ক্রিকেট স্টেডিয়াম। শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে, আগামী ১৪ জানুয়ারি।