promotional_ad

টেস্ট জিততে না পারলেও ড্র করতে চায় বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থানে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৭৩ রানের লিড নিয়ে দিন শেষ করা মুমিনুল হকের দল প্রথম ইনিংসে চায় অন্তত ১৫০ রানের লিড। মাউন্ট মঙ্গানুই টেস্টে ড্র করাই এখন বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। 


দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল হাসান জয় ভীত গড়ে দিয়েছিলেন বাংলাদেশের। তৃতীয় দিন যার সুবিধা নিয়েছেন মুমিনুল হক-লিটন দাস। ৪ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে দিন শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করেছে ৪০১ রান।


promotional_ad

দুই দিনে ১৫৬ ওভার খেলা বাংলাদেশকে চতুর্থদিন ৪ ওভার খেলে মোকামেলা করতে হবে নতুন বলের। তাই নতুন দিনের সকালটাকে গুরুত্বের সঙ্গে দেখছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


সংবাদ সম্মেলনে সুজন বলেন, 'আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।'


'কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড়শ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।'


তৃতীয় দিন যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ তা মাঠে বাস্তবায়ন করেছে বলে মনে করছেন সুজন। এখন পর্যন্ত তৃতীয় দিনের খেলাকেই অন্যতম সেরা দিন মানছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


সুজন বলেন, 'এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball