promotional_ad

ক্ষুধা মিটছেই না বোল্টের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

ক্রাইস্টচার্চে কিউই পেসারদের সামনে অসহায় ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি মুমিনুল হকের দল। যেখানে সাদমান ইসলাম-নাজমুল শান্তদের রীতিমতো পেস আগুনে পুড়িয়েছেন ট্রেন্ট  বোল্ট। এই বাঁহাতি পেসার পাঁচ উইকেট শিকারের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটে চতুর্থ কিউই বোলার হিসেবে তিনশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। অভিজ্ঞ এই পেসার সামনে দিনে আরও পরিশ্রমী হতে চান।


নিউজিল্যান্ডের দুর্দান্ত পেসে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রান তুলতেই চার উইকেট হারায় তারা। টাইগারদের প্রথম সারির চার ব্যাটারের উইকেট ভাগাভাগি করেছেন টিম সাউদি-বোল্ট জুটি।


promotional_ad

এরপর লিটন দাস আর মেহেদী হাসান মিরাজকেও ফিরিয়েছেন বোল্ট। আর শেষ দিকে শরিফুল ইসলামকে বোল্ট করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি। 


তিনশ'র মাইলফলক নিয়ে তিনি বলেন, 'অবশ্যই এটা অনেক বড় পাওয়া। তবে সামনের দিনে হয়তো কেউ এটা ছাড়িয়ে যাবে। এটি আপনাকে আরও পরিশ্রমী করে তুলবে এবং গর্বিত করবে। আজ বিকেলে সাউদিকে সঙ্গী হিসেবে পাওয়া বিশেষ কিছু ছিল।'


বোল্টের আগে টেস্টে আরও তিন কিউই বোলার তিনশ উইকেটের মাইলফক ছুঁয়েছেন। এই তালিকায় ড্যানিয়েল ভেটরি, স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গে আছেন টিম সাউদি।


বোল্ট বলেন, 'ভেটরি এবং স্যার রিচার্ড হ্যাডলির  মতো নামের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য বিশেষ কিছু। টেস্ট ম্যাচ জেতা এবং সিরিজে ফেরাটাও দারুণ হবেশ।অবশ্যই এই মুহূর্তে এটাই প্রধান লক্ষ্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball