promotional_ad

ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলা সীমিত করার পরামর্শ আথারটনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স সুখকর নয়। দলের এমন পরিস্থিতিতেও চোটের কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সার্ভিস পাচ্ছে না ইংলিশরা। যা ভোগাচ্ছে দলকে।ক্রিকেটারদের চোটে পড়ার পেছনে বড় কারণ হতে পারে বছর জুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো এমনটাই ধারণা মাইক আথারটনের।


ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করেন, দেশটির ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় এনওসি দেয়া সীমাবদ্ধ করা উচিত। ক্রিকেটারদের টেস্টে মনযোগী করতে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এমন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


আথারটন বলেন, 'খেলোয়াড়দের এই বিষয়ে বলা উচিত, ইসিবি তাদের আইপিএল খেলার অনুমতি নিয়ে ভাববে। এটা ১২ মাসের চুক্তি। তাই আইপিএল খেলার অনাপত্তি পত্র এবং অন্যান্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ইংল্যান্ড দলের সার্থের পরিপন্থী।'


promotional_ad

আইপিএলের আগামী আসরে খেলবেন বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার। ইতোমধ্যেই অনেক ক্রিকেটারকে রিটেইন করেছে তাদের ফ্র্যাঞ্চাইজি। তাছাড়া মেগা নিলাম থেকেও দল পেতে পারেন ইংল্যান্ডের আরও বেশ কয়েকজন ক্রিকেটার।


আথারটন মনে করেন, ইংল্যান্ডের ক্রিকেটাররা ইসিবি থেকে যথেষ্ট পরিমাণ আর্থিক সুবিধা পেয়ে থাকে। তাছাড়া তদেরকে ১২ মাসের জন্যই চুক্তি করা হয়। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়ার আগে বোর্ডের বিবেচনা করা উচিত।


তিনি বলেন, 'আইপিএলে খেলার জন্য অবশ্যই প্লেয়ারদের জাতীয় দলের খেলা বাদ দেয়া যাবে না। তাই তাদের বিশ্রাম দেয়া বা রোটেশন করা উচিত নয়। শীর্ষ স্থানীয় মাল্টি ফরম্যাটের ক্রিকেটাররা সাত অঙ্কের বেতন পায়। কিন্তু ইসিবি তাদের দুই মাস আইপিএল খেলার সুযোগ করে দেয়।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball