promotional_ad

স্টোকস-বেয়ারস্টোর জন্য অপেক্ষা করবে ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

২১ মে ২৫
লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিডনি টেস্টের ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ইংল্যান্ড। তবে ইনজুরির কারণে হোবার্ট টেস্টে তাদের দুজনের খেলা নিয়ে এখনও অনিশ্চিয়তা কাটেনি। যদিও স্টোকস ও বেয়ারস্টোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় ইংল্যান্ড।


সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার মিছিলে যোগ না দিয়ে সেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। ডানহাতি এই ব্যাটারদের ১১৩ রান ও স্টোকসের ৬৬ রানের সুবাদে অজিদের বিপক্ষে ২৯৪ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। 


promotional_ad

এদিকে দ্বিতীয় ইনিংসেও ইংলিশদের প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন স্টোকস এবং বেয়ারস্টো। ৬০ রান করে স্টোকস ফিরলেও মাটি কামড়ে পড়েছিলেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত ১০৫ বলে ৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন তিনি। তাতেই অবশ্য টেস্ট ড্র করার রসদ পেয়েছিল ইংল্যান্ড।


আরো পড়ুন

প্লে-অফের জন্য বেয়ারস্টো-গ্লিসন-আসালঙ্কাকে দলে ভেড়ালো মুম্বাই

২০ মে ২৫
জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা (বাম থেকে), ফাইল ফটো

যদিও সিডনি টেস্ট ড্র করতে শেষ দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জ্যাক লিচ ও স্টুয়ার্ট ব্রড। তবে চতুর্থ টেস্ট শেষ পর্যন্ত এসেছিল স্টোকস ও বেয়ারস্টোর জন্য। যে কারণে তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইংল্যান্ড। 


এ প্রসঙ্গে রুট বলেন, ‘আমাদেরকে দেখতে হবে যে তারা কোন অবস্থায় আছে। দেখতে হবে যে তাদের শরীর সামলাতে পারবে কিনা, তারপর তাদের ফিটনেসের মূল্যায়ন করতে হবে। আমি মনে করি তাদের এটি নিশ্চিত করতে হবে যে তাদের শরীর এমন অবস্থায় আছে যেখান থেকে পাঁচদিন ক্রিকেটের মধ্য দিয়ে যেতে পারবে।’


‘অস্ট্রেলিয়া তাদের দিকে যাই ছুঁড়ে দিক না কেন সেখান থেকে বেরিয়ে দ্রুতই খেলতে পারবে। কিন্তু এ ছাড়াও গুরুত্বপূর্ণ তাদের পারফরম্যান্স, যেটা তারা গত সপ্তাহে করে দেখিয়েছে। খেলার জন্য এবং পারফর্ম করার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে। আমি মনে করি আমাদের এটিই করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball