এক ম্যাচ জিতে খুশি থাকার সুযোগ নেই: মুমিনুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের
৩০ এপ্রিল ২৫
আগের সফরগুলো থেকে একরাশ হতাশা নিয়ে ফিরলেও বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরে দেখা মিলেছে একেবারে ভিন্ন চিত্র। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে ম্যাচ জিতে শনিবার (১৫ জানুয়ারি) দেশে ফিরেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচ জিতলেও খুশি থাকার সুযোগ দেখছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
মাউন্ট মঙ্গানুইতে ৮ উইকেটের জয় পেলেও ক্রাইস্টচার্চে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবুও কিউইদের বিপক্ষে এর আগে কখনও জয় না পাওয়া বাংলাদেশ টেস্টে জয় পাওয়ায় প্রথমবার স্বস্তি নিয়ে দেশে ফিরেছে। কিউইদের বিপক্ষে ম্যাচ জিতলেও মুমিনুলের চিন্তা বাংলাদেশের পরবর্তী সিরিজগুলো নিয়ে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বড় দলের সঙ্গে খেলা হওয়ায় সিরিজগুলোকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এদিকে ড্র করে দেশে ফিরলেও মাটিতেই পা রাখছেন তিনি।
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
৫৮ মিনিট আগে
দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় আপনারাও আশা করেননি। আমার দলের অনেকেই আশা করেনি, হয়তো আমি কিছুটা আশা করেছি। আপনারা সবাই, কেউই আশা করেনি আমরা নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জিতব। একটা টেস্ট ম্যাচ জিতেছি কিন্তু আমি এখন এর চেয়ে বেশি চিন্তিত পরবর্তী সিরিজগুলো নিয়ে।’
‘কারণ সামনের সিরিজগুলো ভালো ভালো দলের সাথে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে। ঐ সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমাদের হয়তো অনেক বেশি জায়গা আছে উন্নতির, একটা টেস্ট জিতলাম তা নিয়ে খুশি থাকলাম, অনেক উপরে উঠে গেলাম তা না। আমাদের পা মাটিতেই থাকবে। দিনে দিনে অনেক উন্নতি করতে হবে।’