রিপনের লড়াইয়ের পরও ৯৭ রানে অল আউট বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৭ ঘন্টা আগে
যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬০ রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শেষ দিকে রিপন মন্ডল লড়াই করলেও মাত্র ৯৭ রানে অল আউট হয় টাইগার যুবারা। ৩৩ রানে অপরাজিত ছিলেন রিপন।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ইনিংসের পঞ্চম ওভারে জশুয়া বয়ডেনের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ৩ রান করা মাহফিজুল ইসলাম।

থিতু হতে পারেনি আরেক ওপেনার আরিফুল ইসলাম এবং তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল। ৪ রান করা আরিফুলকে বয়ডেন এবং নাবিলকে সাজঘরে পাঠিয়েছেন জেমস সেলস। আইচ মোল্লাহ থিতু হওয়ার চেষ্টা করলেও ১৩ রানের বেশি করতে পারেননি তিনি।
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২ ঘন্টা আগে
৫১ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন রিপন এবং নাইমুর রহমান নয়ন। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৪৬ রান। শেষ দিকে ১১ রান করা নাইমুর আউট হলে ভাঙে তাদের এই জুটি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন বয়ডেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল - ৯৭/১০ (৩৫.২ ওভার) (রিপন ৩৩*, মেহেরব ১৪, আইচ ১৩, বয়ডেন ৪/১৬)