ইয়র্কশায়ারের কোচ হওয়ার দৌড়ে ইউনিস খান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘুমের কারণে ফ্লাইট মিস করা গোহর স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের হয়ে খেলার
৬ মে ২৫
কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। তার সঙ্গে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনকেও বিবেচনা করছে দলটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, সাবেক প্রোটিয়া পেসার অ্যালেন ডোনাল্ডও ক্লাবটির পছন্দের তালিকায় আছেন। সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিকের বর্ণবৈষম্যের পুরনো অভিযোগে পুরো কোচিং প্যানেলকেই বরখাস্ত করেছে ইয়র্কশায়ার কতৃপক্ষ।

রফিকের অভিযোগের ভিত্তিতে কোচিং প্যানেল ছাড়াও ম্যানেজম্যান্টেরও বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন। এর ফলে ক্লাবটি ঢেলে সাজাচ্ছে কতৃপক্ষ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান
৮ জানুয়ারি ২৫
এদিকে ইউনিস ২০০৭ সালে ইয়র্কশায়ারে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলেছিলেন। গত বছরের জুনে ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবেও নিয়োগ দেয়া হয় তাকে।
যদিও কিছুদিন আগেই সেই দায়িত্ব ছেড়ে দেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার। যদিও তার চুক্তি ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।