২০১৯ বিশ্বকাপে পারফরম্যান্স এতটাও খারাপ ছিল না: রোডস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৬ ঘন্টা আগে
সাকিব আল হাসান-তামিম ইকবালদের নিয়ে গড়া দুর্দান্ত দল থাকার পরও পয়েন্ট টেবিলের আটে থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছিল।
দারুণ শুরুর পরও দলকে সেমিফাইনালে তুলতে না পারায় প্রধান কোচের চাকরি হারিয়েছিলেন স্টিভ রোডস। যদিও বাংলাদেশের সাবেক কোচের দাবি, মানুষ যতটা খারাপ ভাবে ২০১৯ বিশ্বকাপে ততটা খারাপ করেনি বাংলাদেশ।

২০১৮ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রোডস। তার অধীনে প্রথমবারের মতো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। এমন সাফল্যের পর দারুণভাবে ২০১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সেমিফাইনালে ওঠার আশা জেগেছিল টাইগারদের। পরবর্তীতে আফগানিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠা হয়নি মাশরাফির দলের। তবে দলের পারফরম্যান্স এতটাও খারাপ ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই কোচ।
এ প্রসঙ্গে রোডস বলেন, ‘আমি বিসিবি সংক্রান্ত কোনো আলোচনাতেই জড়াতে চাই না। এটা ঠিক না কারণ এটা অতীত হয়ে গেছে। আমি এটুকুই বলতে চাই যে বিশ্বকাপের ম্যাচগুলোয় যদি আপনি দেখেন, শুধু পাকিস্তান ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই আমরা দারুণ খেলেছিলাম। এমনকি ইংল্যান্ড ও ভারতের কাছে হারের ম্যাচগুলোতেও।
‘আমরা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস হইনি। বিশ্বকাপের আগে পরে আমরা খুবই ভাল ক্রিকেট খেলেছি। আমরা কিছু ভাল জয়ও পেয়েছিলাম। নিউজিল্যান্ডে ও বিশ্বকাপে ভাল করেছিলাম। তাই মানুষ যেমনটা খারাপ মনে করে আমি মনে করি না এতটা খারাপ ছিল।’