আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার রুট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২ ঘন্টা আগে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জো রুট। গত বছর ইংল্যান্ডের হয়ে অসাধারণ সব ইনিংস খেলে অর্জনের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো রুটের।
নিউজিল্যান্ডের কাইল জেমিসন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে এই স্বীকৃতি মিলেছে রুটের। ব্যাট হাতে গত বছর অসম্ভব সুন্দর ছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের জন্য।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মোহাম্মদ ইউসুফ ও ভিভ রিচার্ডসের পর একমাত্র ক্রিকেটার হিসেবে ১৭০০ রানের গণ্ডি পেরিয়েছেন রুট। ২০২১ সালে ১৫ ম্যাচ খেলে ছয় সেঞ্চুরিসহ এক হাজার ৭০৮ রান করেছেন তিনি।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
২২ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ২১৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন রুট। স্বীকৃতি দেয়ার সময় আইসিসি এই ইনিংসটিকেই রুটের স্মরণীয় ইনিংস হিসেবে ঘোষণা করেছে।
অধিনায়ক হিসেবে গত বছর ভালো যায়নি রুটের। তার নেতৃত্বে বছর শেষে অ্যাশেজ সিরিজও হারে ইংল্যান্ড। যদিও ব্যাটার হিসেবে অন্য যে কোনো বছরের চাইতে অনেক বেশি সফল ছিলেন রুট।
রুটকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ঘোষণা করার আগে আইসিসি ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে বাবর আজমের নাম প্রকাশ করেছে।